বিনোদন
“পুরোনো বিষয় নিয়ে ফের কান্নাকাটি” কঙ্গনার বিস্ফোরক মন্তব্য ঘিরে প্রকাশ্যে হৃতিক-কঙ্গনা কিসসা

বলিউডে গসিপের অভাব নেই। একসময় কঙ্গনার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ঋত্বিক রোশন। অভিনেতা ২০১৬ সালে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে সাইবার সেলে এফআইআর করেন। ঋত্বিক রোশনের আইনজীবীর মতে, ‘আমার ক্লায়েন্ট শীর্ষ পুলিশ আধিকারিকদের সাথেও দেখা করেছিলেন যখন তিনি সমস্ত ঘটনা পুনর্ব্যক্ত করেন। সময় মতো তদন্তের জন্য তিনি অনুরোধ করেন।’ আর এই টুইটে কঙ্গনা লিখেছেন, ‘আবার শুরু হল সেই গল্প। বিবাহ বিচ্ছেদের পরে অন্য কোনো মহিলাকে ডেটিং করতেও অস্বীকার করছে সে। যখন আমি সাহস জোগাড় করে আশা খুঁজে পাচ্ছি তখনি সে আবার সেই পুরোনো বিষয় নিয়ে কান্নাকাটি শুরু করেছে।’