Arijit

ডেলিভারি বয় থেকে বিশ্বের শ্রেষ্ঠ ক্লাবের ফুটবলার! চমকপ্রদ উত্থান ব্রাজিলের মেসিয়ার

এক সময় কাজ করতেন ডেলিভারি বয় হিসেবে। মাস গেলে কষ্ট করে রোজকার হত কিছু টাকা। তবে স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার। সময় পেলেই ফুটবল মাঠে হাজির হতেন, সেই সঙ্গে বিভিন্ন অপেশাদার লিগে খেলতেন। সেখান থেকে স্বপ্ন পূরণ করে ইতালির অন্যতম শ্রেষ্ঠ ক্লাব এসি মিলানের যোগ দিলেন ব্রাজিলের জুনিয়র মেসিয়া। ব্রাজিলের এই ফুটবলারের এমন অবাক করা উত্থান দেখে চোখ ছানাবড়া ফুটবলপ্রেমীদের।

   

নিজের ভাইকে নিয়ে বছর দশেক আগে ইতালিতে চলে এসেছিলেন মেজিয়া। তারপর এখানে এসে শুরু করেন ডেলিভারি বয়ের কাজ। মূলত বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করতেন তিনি। তারই পাশাপাশি ফুটবল খেলতে ভালোবাসতেন। আর সেই ফুটবলই তাকে পৌঁছে দিল সাফল্যের চূড়ান্ত শিখরে।

বিভিন্ন অপেশাদারী লিগে খেলতে খেলতে হঠাৎই মেসিয়া  চোখে পড়ে যান এজিয়ো রোসির। তারপর তিনি পেশাদার লিগ খেলতে যোগ দেন ইতালি নিচের সারির ক্লাব ক্রোতনে। এবার ক্রোতন থেকে সরাসরি যোগ দিলেন ইতালির জনপ্রিয় ক্লাব এসি মিলানে।