Papiya Paul

লাগেনি কোনো নায়ককে, অভিনেত্রীর দমেই বক্স অফিসে ধামাকা করেছে এই ছবিগুলি, ছুঁয়েছে ১০০ কোটির গণ্ডি

বলিউড নিয়ে মানুষের মধ্যে বরাবরই উত্তেজনা তুঙ্গে। এই নোদন জগতের সেলিব্রেটিদের নিয়ে সবসময় কৌতুহল থাকে অনুরাগীদের মধ্যে। এই সেলিব্রেটিরাও তাদের সৌন্দর্য এবং অভিনয় প্রতিভার দ্বারা দর্শকদের মনে রাজত্ব করে চলেছেন। তবে সেই শুরু থেকেই মনে করা হয় সিনেমার ক্ষেত্রে নায়ক এর গুরুত্ব সর্বাধিক। এখনো পর্যন্ত কোনো সিনেমা সুপারহিট হবে কিনা, সেটা নির্ভর করে অভিনেতার ওপর।

   

যদিও এখন সমাজের দৃষ্টিকোণ খুব দ্রুত পাল্টাচ্ছে। অভিনেতার পাশাপাশি সমানভাবে জনপ্রিয় হচ্ছে অভিনেত্রীরাও। এমনকি এই অভিনেত্রীদের সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বলিউডে এমন কিছু অভিনেত্রী রয়েছেন যারা ছবিতে সেই প্রথাগত নায়ক ছাড়া অভিনয় করেও ১০০ কোটি টাকার ওপর বক্স অফিস কালেকশন করে ফেলেছে। সেই তালিকায় সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে আলিয়া ভাটের নতুন ছবি ‘গাঙ্গুবাঈ কাঁথিওয়ারী’।

এই ছবিটি ইতিমধ্যে ১০০ কোটি টাকার ওপরে বক্স অফিস কালেকশন করেছে। আরো বেশি আয় হবে বলে আশা করা হচ্ছে। আলিয়া ভাটের ‘রাজি’ ছবিও একসময় ১৯৫ কোটি টাকা আয় করেছিল। আবার কঙ্গনা রানাওয়াত এর ছবি ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবিটি ২৫৫ কোটি টাকার উপর ব্যবসা করেছিল।

আবার করিনা কাপুর, সোনাম কাপুরের সেই ‘বীর দি ওয়েডিং’ ছবি ১৩৮ কোটি টাকা আয় করেছিল। যেখানে স্বরা ভাস্কর এবং শিখা তালসানিয়া ও অভিনয় করেছিলেন। আবার তাপসী পান্নুর ‘পিঙ্ক’ ছবিটি প্রায় ১৫৭ কোটি টাকা আয় করেছিল। যদিও এই ছবিতে অমিতাভ বচ্চনের উপস্থিতি ছিল। সোনাম কাপুরের সবথেকে জনপ্রিয় সিনেমা ‘নীরজা’। এই ছবি সেসময় ১৩৫ কোটি টাকা উপার্জন করেছে।