Arijit

নীরজ, সুনীল সহ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত ১১ ক্রীড়াবিদ, তালিকায় নেই কোন ক্রিকেটার

চলতি বছরকে ভারতীয় ক্রিড়া জগতের স্বর্ণযুগ বলা যেতে পারে। কারণ এই বছর ক্রিড়া ক্ষেত্রে ব্যাপক সাফল্য পেয়েছে ভারত। অলিম্পিকে সোনাজয় থেকে শুরু করে ক্রিকেট, ফুটবল সব ক্ষেত্রেই সাফল্য পেয়েছে ভারত। যার কারণে এই বছর খেলরত্ন পুরস্কারের জন্য মনোনয়ন করা হল 11 জনকে ক্রীড়াবিদকে, যায় এখনও পর্যন্ত সর্বাধিক।

   

এই বছর খেলরত্ন পুরস্কার জন্য যেসমস্ত ক্রীড়াবিদদের মনোনয়ন করা হয়েছে তাদের মধ্যে তালিকায় সবার প্রথমে রয়েছেন অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া। এছাড়াও তালিকায় রয়েছেন কুস্তিগীর এবং অলিম্পিক্সে রুপোজয়ী রবি দাহিয়া, ভারতীয় হকি দলের গোলরক্ষক পিআর শ্রীজেশ তালিকায় রয়েছেন, রয়েছেন বক্সার লভলিনা বরগোঁহাই। প্যারালিম্পিক্সে সোনাজয়ী পাঁচ ক্রীড়াবিদ সুমিত অন্তিল, প্রমোদ ভগত, কৃষ্ণ নাগার, অবনী লেখারা এবং মণীশ নারওয়াল রয়েছেন।

এছাড়াও এই তালিকায় রয়েছেন মহিলা ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মিতালি রাজ এবং ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। এছাড়াও অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে ৩৫ জন ক্রীড়াবিদকে, যাদের মধ্যে রয়েছেন ভারত ওপেনার শিখর ধাওয়ান।