Papiya Paul

প্রতিভার কোনো বয়স নেই! মাত্র ১২ বছর বয়সে ‘Weird Whales’ তৈরী করে ৩ কোটি কামিয়ে নিল স্কুল পড়ুয়া

প্রতিভার কোনো বয়স হয় না। প্রতি মানুষের মধ্যেই সুপ্ত কিছু প্রতিভা থাকে, যা কেউ কেউ খুঁজে পেয়ে থাকেন। আবার কেউ বুঝতে পারেন না। ঠিক যেমন ১২ বছরের এই খুদে। বয়সে ছোট হলেও তাঁর এতসুন্দর প্রতিভা যে কোনো গুণী মানুষকেও টেক্কা দিতে সক্ষম। এই খুদের নাম বেঞ্জামিন। সে লন্ডনের বাসিন্দা। এই ছোট বয়সেই ‘অদ্ভূত তিমি’ নামে বিশেষ শিল্প তৈরি করে কোটি টাকা ইনকাম করে নিয়েছে সে।

   

এবার এই ‘অদ্ভূত তিমি’ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে। আসলে এটিকে পিকসার্ট আর্টওয়ার্ক বলা হয়ে থাকে। এর বাজারের দাম অনেক বেশি। ডিজিটাল আর্টিফ্যাক্টগুলি NFTর কাছে এই ‘অদ্ভূত তিমি’ বিক্রি করেছেন বেঞ্জামিন। এটি আসলে ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে অর্থ প্রদান করা হয়ে থাকে এবং এর জন্য ইথিরিয়াম পেয়েছে তিনি। বেঞ্জামিনের বাবা একজন সফটওয়্যার ডেভেলপার।

তাঁর দুই ছেলে। তিনি এই দুই ছেলেকেই খুব ছোট বয়স থেকেই কোডিং শিখতে মোটিভেটেড করেন। আর সেই মোটিভেশন পেয়েই মাত্র পাঁচ বছর বয়স থেকে কোডিং শেখা শুরু করে বেঞ্জামিন। আর এরপরেই আরও ছোট বয়সেই প্রথমবার ‘মাইনক্রাফট’ গেম বানিয়ে ছিলেন তিনি। যদিও এটি বানিয়ে বিশেষ অর্থ তখন কমাতে পারেননি বেঞ্জামিন।

আর এরপরেই ১২ বছর বয়সে ‘অদ্ভুত তিমি’ তৈরী করেন। যার জন্য খরচ হয়েছে ৩০০ ডলার, ভারতীয় মূল্য ২২ হাজার টাকা। আর তিনি আয় করেছেন ২ কোটি ৯৩ লক্ষ টাকা। বেঞ্জামিনের নিজস্ব ইউটিউবে চ্যানেলও রয়েছে। ভবিষ্যতে তিনি সুপারহিরো থিমযুক্ত শিল্পের উপর কাজ করার ইচ্ছেপ্রকাশ করেছেন। বেঞ্জামিন নিজেকে জেফ বেজোস এবং ইলন মাস্কের মত সফল উদ্যোক্তা হিসাবে দেখতে চান বলেও জানিয়েছেন।