টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,মিঠাই,গাঁটছড়া,গৌরী এলো,টিআরপি তালিকা,Tollywood,Entertainment,Serial,Telivision,Mithai,Gauri Elo,Gantchara,TRP List

Moumita

TRP দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, খড়ি-ঋদ্ধির প্রেমের সামনে ভরাডুবি ‘গৌরী এলো’র, মিঠাইয়ের স্থান কত নম্বরে?

বাংলা টেলিভিশনের অন্যতম সেরা ধারাবাহিক ‘মিঠাই’। মোদক পরিবারের প্রতিটি সদস্যই ছোটো পর্দার দর্শকদের ভীষণ কাছের। যেদিন থেকে এই ধারাবাহিকটি শুরু হয়েছে সেদিন থেকেই বিমোহিত করে রেখেছে দর্শকমহলকে। আজ একটা বছর পরেও অব্যাহত রয়েছে ‘মিঠাই’এর জনপ্রিয়তা। টিআরপি তালিকাতেও তার রাজত্ব।

   

তবে এই টিআরপি জিনিসটা বড়োই অদ্ভুত। তৈলাক্ত বাঁশে বাঁদরের ওঠানামার গল্প যেন। চলতেই থাকে জয়গার পরিবর্তন। আজ যে রাজা কাল সে ফকির। আর এই রেজাল্ট জানা যায় প্রতি বৃহস্পতিবার। তবে এই সপ্তাহে গতকাল টিআরপি তালিকা রিলিজ কথা থাকলেও তা হয়েছে আজ অর্থাৎ জন্মাষ্টমীর দিন।

কোন ধারাবাহিক কেমন স্কোর করছে তার মার্কশিট বা বলা ভাল, ফলাফল জানার উপায় টিআরপি। আর এবারের টিআরপিতে প্রথম স্থান দখল করে নিয়েছে ‘মিঠাই’। আজও সিড-মিঠাইয়ের দুষ্টু মিষ্টি প্রেম মন জয় করে নিয়েছে সকলেরই। তবে বিগত কয়েকদিন ধরে নির্মাতারা পরতে পরতে যেভাবে গল্প সাজাচ্ছে তাতে এই ধারাবাহিক বেঙ্গল টপার না হলেই অবাক হতো সকলে।

টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,মিঠাই,গাঁটছড়া,গৌরী এলো,টিআরপি তালিকা,Tollywood,Entertainment,Serial,Telivision,Mithai,Gauri Elo,Gantchara,TRP List

এই সপ্তাহে মিঠাইয়ের সংগ্রহে রয়েছে ৮.৩ পয়েন্ট। মিঠাইয়ের চেয়ে খুব সামান্যই পিছিয়ে রয়েছে গাঁটছড়া। রেটিং একটু কমে ৮.১ পয়ন্টে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঋদ্ধি-খড়ি। তিনবোনের একসাথে হানিমুন শুটিংয়ের প্ল্যান বিফলে যায়নি তা বলাইবাহুল্য। এদিকে তৃতীয় স্থানে দেখা যাচ্ছে ‘গৌরী এলো’কে।

এরপরই চতুর্থ স্থানে ৭.৮ পয়েন্ট নিয়ে রয়েছে আলতা ফড়িং। পঞ্চমে লক্ষ্মী কাকিমা সুপারস্টার, তার সংগ্রহে মোট ৭.৬ পয়েন্ট। ধূলোকনা ৬.৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। এদিকে উমার ঝুলিতে এসেছে ৬.৫ পয়েন্ট। তারপরই সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে ৬.৪ পয়েন্ট মন ফাগুন এবং ৫.৮ পয়েন্ট নিয়ে এই পথ যদি না শেষ হয়। টিআরপির এই ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়েছে খেলনা বাড়ি এবং সাহেবের চিঠি। তাদের সংগ্রহে রয়েছে ৫.৬ এবং ৫.৪ পয়েন্ট।

এদিকে সদ্য সম্প্রচারিত ধারাবাহিক নবাব নন্দিনীর শুরুটা খুব খারাপ হয়নি। মুক্তির প্রথম সপ্তাহেই নবাব নন্দিনীর ঝুলিতে এসেছে ৪.৩ পয়েন্ট। কিন্তু থেমে গেছে বোধিসত্ত্বের বোধবুদ্ধির পারফরম্যান্স। প্রথম প্রথম ভালো ফল করলেও এখন বেশ ডাউন হয়েছে এর পয়েন্ট। এই সপ্তাহে তার কপালে জুটেছে মাত্র ৫ পয়েন্ট। এদিকে রিয়েলিটি শো’য়ের মধ্যে দিদি নাম্বার ওয়ান পেয়েছে ১৬.৬ পয়েন্ট এবং সারেগামাপা পেয়েছে ৬.২ পয়েন্ট।