Arijit

কেপটাউন টেস্টে ভারতীয় দলে হতে চলেছে দুটি বিরাট পরিবর্তন, ভালো খেলেও বাদ পড়বেন তারকা ব্যাটার

জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকা কাছে পরাজিত হয়েছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারের হার না মানা লড়াইয়ের কাছে মাথা নত করতে হয়েছে ভারতীয় দলকে। চোটের জন্য এই টেস্টে ছিলেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর পরিবর্তে অধিনায়কত্ব এর দায়িত্ব সামলেছেন কে এল রাহুল। সমগ্র টেস্ট ম্যাচ জুড়ে বিরাট কোহলির অনুপস্থিতি বারবার অনুভব করেছে ভারতীয় দল।

   

জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টে হারলেও কেপটাউনে তৃতীয় টেস্ট ম্যাচে ভারতের প্রথম একাদশে খুব বেশি পরিবর্তন দেখছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। গাভাস্কার এর মতে এই টেস্টে ভারতের প্রথম একাদশে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন নেই। শুধুমাত্র অধিনায়ক বিরাট কোহলির দলে ফেরার জন্য নিয়ম অনুযায়ী একজনকে বাদ দিতে হবে। এছাড়াও চোটের কারণে ছিটকে যাওয়া মহম্মদ সিরাজের পরিবর্তে দলে একজন জোরে বোলারের প্রয়োজন।

সুনীল গাভাস্কার এর মতে তৃতীয় টেস্টে বিরাট কোহলির অন্তর্ভুক্তি হওয়ার কারণে জোহানেসবার্গে ভালো ইনিংস খেলার সত্ত্বেও বাদ পড়তে হবে হনুমা বিহারিকে। এছাড়াও পুরোপুরি ফিট না হওয়ার কারণে মহম্মদ সিরাজ এর পরিবর্তে তৃতীয় টেস্টের দলে অন্তর্ভুক্ত ঘটতে পারে ইশান্ত শর্মা অথবা উমেশ যাদব এর মধ্যে একজন জোরে বোলারের।