Arijit

রোহিতের পরিবর্তে ওয়ানডে সিরিজে সুযোগ পেতে চলেছেন দুই তরুণ মারকাটারি ব্যাটসম্যান

ইতিমধ্যেই শেষ হয়ে গেল ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। প্রথম টেস্ট ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বিরাট কোহলি বাহিনী। এই তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই আগামী 19 শে জানুয়ারি থেকে শুরু হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এতদিনে এই ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা হয়ে যাওয়ার কথা ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট এর। তবে বেশ কিছু কারণে দল নির্বাচনে দেরি করতে বাধ্য হচ্ছেন নির্বাচকরা।

   

30 শে ডিসেম্বর ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা হয়ে যাওয়ার কথা ছিল। তবে যা মনে করা হচ্ছে তাতে দল নির্বাচন হতে পারে আগামীকাল অর্থাৎ 2022 সালের প্রথম জানুয়ারি। বিসিসিআই সূত্রে জানানো হয়েছে তারা এখন নজর রাখছেন রোহিত শর্মার চোটের দিকে। রোহিত শর্মা কতটা ঠিকঠাক থাকেন তার ওপর নির্ভর করছে দল নির্বাচন। তাই এই দল নির্বাচনের জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হতে পারে ভক্তদের।

প্রথম টেস্টের পর অর্থাৎ 30 ও 31 শে ডিসেম্বরের মধ্যে দল নির্বাচন হওয়ার কথা ছিল। তবে রোহিত শর্মার চোটের দিকে নজর রেখে নির্বাচকরা চাইছেন শেষ মুহূর্ত পর্যন্ত রোহিত শর্মার জন্য অপেক্ষা করতে এবং তারপরই চূড়ান্ত দল ঘোষণা করতে। আর সেই কারণেই এই বিলম্বনা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

তবে একান্তই যদি শেষ মুহূর্ত পর্যন্ত রোহিত শর্মা ফিট না হয়ে ওঠে তাহলে রোহিত শর্মার পরিবর্তে এই ওয়ানডে সিরিজ ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ভাবা হচ্ছে দুই তরুণ ব্যাটসম্যান এর নাম। একজন হচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড অপরজন হচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার। এবারের বিজয় হাজারে ট্রফিতে এই দুজন দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।