বিনোদন,বলিউড,টলিউড,বক্স অফিস কালেকশন,সেরা ছবি,বাহুবলী 2,দঙ্গল,ধুম 3,টাইগার জিন্দা হ্যায়,সুলতান,প্রেম রতন ধন পায়ো,পুষ্পা,কিক,Entertainment,Bollywood,Tollywood,Bahubali 2,Dangal,Dhoom 3,Tiger Jinda Hai,Sultan,Prem ratan dhan payo,Pushpa,Kick

‘পুষ্পা’ থেকে ‘দঙ্গল’, ভারতীয় চলচ্চিত্রের এই ৮ সিনেমা খুব কম সময়ে ছুঁয়েছে ২০০ কোটির ব্যবসা

একটা সময় ছিলো যখন ভারতীয় সিনেমা বলতে বোঝানো হতো শুধুই বলিউড ইন্ডাস্ট্রিকে। এর বাইরে বাংলা, তামিল, তেলেগু, মালায়ালম এই ধরণের সকল ফিল্ম ইন্ডাস্ট্রিগুলির খ্যাতি ছিল কেবলই আঞ্চলিক। এবার সেই ধ্যান ধারণাকেই ভেঙে দিয়েছে সাম্প্রতিক কালের দক্ষিণী ছবিগুলি।উপমহাদেশের সিনেমা জগত কাঁপাচ্ছে দক্ষিণী ইন্ডাস্ট্রি। আর হবে না ই বা কেন, তাদের প্রফেশনালিজম এবং কাজের প্রতি প্যাশনের কোন তুলনা নেই যে।

চিত্রনাট্য থেকে শুরু করে পরিচালনা, সিনেমাটোগ্রাফি সবকিছুই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। তবে শুধু দক্ষিণী ছবিই নয় এমন কিছু বলিউড সিনেমাও রয়েছে যা আজও গেঁথে রয়েছে সিনেমাপ্রেমীদের মনের মণিকোঠায়। এখানেও প্রতিনিয়ত নির্মাণ হচ্ছে ভিন্ন স্বাদের সিনেমা‌। তবে প্রতিযোগীতার বাজারে খরচের সাথে তাল মিলিয়ে ব্যবসা সফলের তালিকায় আসেনা অনেক সিনেমা’ই। আজ জানবো বক্স অফিসে সবচেয়ে কম সময়ে ২০০ কোটির রেকর্ড তৈরি করা ছবি সম্পর্কে।

১) বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন:-  তালিকার শীর্ষে রয়েছে এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী-২’। সব কিছুকে ছাপিয়ে অবিশ্বাস্য সাফল্য পেয়েছিলো এসএস রাজামৌলির ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’। মুক্তির প্রথম দিনই রেকর্ড অঙ্কের ব্যবসা করে সিনে জগৎকে তাক লাগিয়ে দিয়েছিলো এই ছবিটি। উল্লেখ্য, ছবিটি প্রথম দিনেই ২১৭ কোটি টাকার ব্যবসা করেছিলো।

বিনোদন,বলিউড,টলিউড,বক্স অফিস কালেকশন,সেরা ছবি,বাহুবলী 2,দঙ্গল,ধুম 3,টাইগার জিন্দা হ্যায়,সুলতান,প্রেম রতন ধন পায়ো,পুষ্পা,কিক,Entertainment,Bollywood,Tollywood,Bahubali 2,Dangal,Dhoom 3,Tiger Jinda Hai,Sultan,Prem ratan dhan payo,Pushpa,Kick

২)দঙ্গল:- বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান অভিনীত ছবি দঙ্গল রয়েছে এই তালিকার দ্বিতীয় স্থানে। প্রাক্তন ভারতীয় কুস্তিগীর মহাবীর ফোগটের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয় এই ছবি। প্রসঙ্গত, শুধুমাত্র ভারতীয় বক্স অফিসেই নয়, বিদেশেও বহুল প্রশংসিত হয়েছে আমির অভিনীত দঙ্গল। মুক্তির মাত্র তিন দিনের মধ্যে ২০০ কোটির মাইলস্টোন পার করে গেছিলো এই ছবি।

বিনোদন,বলিউড,টলিউড,বক্স অফিস কালেকশন,সেরা ছবি,বাহুবলী 2,দঙ্গল,ধুম 3,টাইগার জিন্দা হ্যায়,সুলতান,প্রেম রতন ধন পায়ো,পুষ্পা,কিক,Entertainment,Bollywood,Tollywood,Bahubali 2,Dangal,Dhoom 3,Tiger Jinda Hai,Sultan,Prem ratan dhan payo,Pushpa,Kick

৩) ধুম 3:- ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘আমির-ক্যাটরিনা’র ধুম 3 বক্স অফিসে ব্যপক ঝড় তুলেছিলো। মাত্র তিন দিনেই এই ছবি ২০৩ কোটি টাকার ব্যবসা করেছিলো।

বিনোদন,বলিউড,টলিউড,বক্স অফিস কালেকশন,সেরা ছবি,বাহুবলী 2,দঙ্গল,ধুম 3,টাইগার জিন্দা হ্যায়,সুলতান,প্রেম রতন ধন পায়ো,পুষ্পা,কিক,Entertainment,Bollywood,Tollywood,Bahubali 2,Dangal,Dhoom 3,Tiger Jinda Hai,Sultan,Prem ratan dhan payo,Pushpa,Kick

৪) টাইগার জিন্দা হ্যায়:- কথায় আছে ভাইজানের ছবি মানেই রিলিজ হওয়ার আগেই তার সুপারহিট। ভুল কিছু নয় যদিও, সালমান-ক্যাটরিনা’র অ্যাকশন-রোমান্স ‘টাইগার জিন্দা হ্যায়’ দারুন প্রশংসা কুড়িয়েছিলো দর্শকমহলে। মুক্তির প্রথম চার দিনেই ২০০ কোটি টাকার ব্যবসা করতে সফল হয়েছিলো ছবিটি।

বিনোদন,বলিউড,টলিউড,বক্স অফিস কালেকশন,সেরা ছবি,বাহুবলী 2,দঙ্গল,ধুম 3,টাইগার জিন্দা হ্যায়,সুলতান,প্রেম রতন ধন পায়ো,পুষ্পা,কিক,Entertainment,Bollywood,Tollywood,Bahubali 2,Dangal,Dhoom 3,Tiger Jinda Hai,Sultan,Prem ratan dhan payo,Pushpa,Kick

৫) সুলতান:- তালিকায় ৫ নম্বরে রয়েছে ভাইজানের আরেকটি ছবি সুলতান। সুলতান রিলিজের পর মাত্র চার দিনেই ২০০ কোটির লাভের মুখ দেখায় নির্মাতাদের।

বিনোদন,বলিউড,টলিউড,বক্স অফিস কালেকশন,সেরা ছবি,বাহুবলী 2,দঙ্গল,ধুম 3,টাইগার জিন্দা হ্যায়,সুলতান,প্রেম রতন ধন পায়ো,পুষ্পা,কিক,Entertainment,Bollywood,Tollywood,Bahubali 2,Dangal,Dhoom 3,Tiger Jinda Hai,Sultan,Prem ratan dhan payo,Pushpa,Kick

৬) প্রেম রতন ধন পায়ো:- সালমান আর সোনামের এই রোমান্টিক ড্রামা ছবিটি প্রথম ছয় দিনেই ২০০ কোটি টাকার ব্যবসা করতে সক্ষম হয়।

বিনোদন,বলিউড,টলিউড,বক্স অফিস কালেকশন,সেরা ছবি,বাহুবলী 2,দঙ্গল,ধুম 3,টাইগার জিন্দা হ্যায়,সুলতান,প্রেম রতন ধন পায়ো,পুষ্পা,কিক,Entertainment,Bollywood,Tollywood,Bahubali 2,Dangal,Dhoom 3,Tiger Jinda Hai,Sultan,Prem ratan dhan payo,Pushpa,Kick

৭) পুষ্পা:- আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা অভিনীত পুষ্পা: দ্য রাইজ এমন একটি চলচ্চিত্র, যার গান, ডায়লগ সমস্ত কিছু মাত করে দিয়েছে। সবচেয়ে মজার বিষয় হল মুক্তির সপ্তম সপ্তাহে হিন্দি ভাষাতেই কেবল ১০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে পুষ্পা। আর মুক্তির পঞ্চম দিনের মাথাতেই ২০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলেছিলো ছবিটি।

বিনোদন,বলিউড,টলিউড,বক্স অফিস কালেকশন,সেরা ছবি,বাহুবলী 2,দঙ্গল,ধুম 3,টাইগার জিন্দা হ্যায়,সুলতান,প্রেম রতন ধন পায়ো,পুষ্পা,কিক,Entertainment,Bollywood,Tollywood,Bahubali 2,Dangal,Dhoom 3,Tiger Jinda Hai,Sultan,Prem ratan dhan payo,Pushpa,Kick

৮) কিক:- তালিকায় পরবর্তী নাম্বারে রয়েছে সালমান খান অভিনীত ‘কিক’। দক্ষিণী ছবির এই রিমেকটি এক সপ্তাহের মধ্যেই ২০০ কোটি টাকার ব্যবসা করেছিলো।

বিনোদন,বলিউড,টলিউড,বক্স অফিস কালেকশন,সেরা ছবি,বাহুবলী 2,দঙ্গল,ধুম 3,টাইগার জিন্দা হ্যায়,সুলতান,প্রেম রতন ধন পায়ো,পুষ্পা,কিক,Entertainment,Bollywood,Tollywood,Bahubali 2,Dangal,Dhoom 3,Tiger Jinda Hai,Sultan,Prem ratan dhan payo,Pushpa,Kick

 

Avatar

Moumita

X