22nd August Bengali Serial Target Rating Point List see top 10 TV serial list

টিআরপি তালিকা যেন সাপ-সিঁড়ির খেলা! পর্ণা-ফুলকি নাকি কথা কে হল সেরা? দেখুন TRP লিস্ট

নিউজশর্ট ডেস্কঃ বাংলা সিরিয়েলর টার্গেট রেটিং পয়েন্টের তালিকায় (Target Rating Point List) যেন চলছে সাপ সিঁড়ির খেলা। কোনো সপ্তাহে নিম ফুলের মধু এগিয়ে তো কখনো ফুলকি। আবার একবার আচমকাই বাজিমাত করেছিলে কথাও। আজ বৃহস্পিতবার সকাল থেকেই দর্শকেরা অপেক্ষায় ছিলেন নতুন টিআরপি তালিকার (TRP List) জন্য। কে হবে নতুন বেঙ্গল টপার? অৱশেষ প্রকাশ্যে এল সেই নাম।

গতসপ্তাহে পর্ণা থাকলেও এসপ্তাহে সেরা সিরিয়ালের তকমা ছিনিয়ে নিয়েছে ফুলকি। ৭.৫ টিআরপি সহ হয়ে গিয়েছে বেঙ্গল টপার। এরপরেই রয়েছে ষ্টার জলসার মেগা কথা। বর্তমানে পাচক মশাইয়ের বিয়ের আয়োজন চলছে ধারাবাহিকে, যেটা কথা নিজেই দিচ্ছে। যার জেরে একটা পর্বও মিস করছে না দর্শকেরা। তাই ৬.৯ পয়েন্ট সহ এবারে দ্বিতীয় স্থানে আছে কথা। এরপর তৃতীয় স্থানে রয়েছে গত সপ্তাহের টিআরপি টপার নিম ফুলের মধু। ইন্দ্রকুমারকে শাস্তি দিতে মৃত্যুর নাটক করেছে পর্ণা। এখন কিভাবে পর্দাফাঁস হয় সেটাই দেখার।

চতুর্থ স্থানে একসাথেই রয়েছে একাধিক মেগা গীতা LLB, জগদ্ধাত্রী ও কোন গোপনে মন ভেসেছে সকলেরই টিআরপি ৬.৪। এরপর পঞ্চমস্থানে আছে উড়ান, যার এসপ্তাহের পয়েন্ট ৬.২। এতো গেল সেরা পাঁচ বাকিদের কারা কোথায়? চলুন দেখে নেওয়া যাক সেরা দশ সিরিয়ালের নম্বর সহ তালিকা।

সেরা দশ সিরিয়ালের TRP তালিকাঃ (Bengali Serial Target Rating Point List)

ফুলকি – ৭.৫
কথা – ৬.৯
নিম ফুলের মধু – ৬.৮
গীতা LLB, জগদ্ধাত্রী, কোন গোপনে মন ভেসেছে – ৬.৪
উড়ান – ৬.২

শুভ বিবাহ – ৬.০
রোশনাই – ৫.৮
বঁধূয়া – ৫.২
ডায়মন্ড দিদি জিন্দাবাদ – ৫.১
মিঠিঝোরা – ৪.৯

আরও পড়ুনঃ মৃত্যুর নাটকেই হবে পর্দাফাঁস! ইন্দ্রকুমারকে শাস্তি দিতে বাম্পার প্ল্যান পর্ণার, দেখুন ভিডিও

সেরা দশের তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে অনুরাগের ছোঁয়া। তবে নতুন শুরু হওয়া মেগার কি হাল? দুপুরে সম্প্রচারিত হওয়া নীল শ্যামৌপ্তি জুটির মেগা ‘অমর সঙ্গী’ এসপ্তাহে ১.৮ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে কাজল নদীর জলে ও তেঁতুলপাতা ধারাবাহিক যথাক্রমে ১.৪ ও ৪.২ পয়েন্ট পেয়েছে। এছাড়া পুবের ময়না ধারাবাহিকটিও বেশ চর্চায় রয়েছে যেটা এসপ্তাহে ৩.৬ পয়েন্ট পেয়েছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X