Gold Price Decreased by 2500 rs See what is Gold and Silver rates in Kolkata

মহালয়ার আগে একধাক্কায় ২৫০০ টাকা সস্তা সোনা! আপনার এলাকায় কত সোনা-রুপার রেট?

পার্থ মান্নাঃ সেপ্টেম্বর মাসের ১ লা তারিখ থেকে কখনো উঠছে তো কখনো নামছে স্বর্ণালী ধাতুর দাম। গণেশ চাতুর্থীতে অনেকটা কমলেও পরবর্তী কয়েকদিন বেড়ে যায় সোনার দাম। তবে খুশির খবর হল মহালয়ার আগে ফের একধাক্কায় ২৫০০ টাকা দাম কমল ২৪ ক্যারেট সোনার। যে কারণে অনেকেই আজ সোনার দোকানে ভিড় জমাতে পারেন। আপনিও কি সোনা কিনতে চান? তাহলে চলুন দেখে নেওয়া যাক কলকাতায় সোনা-রুপার রেট কত চলছে।

আজ কলকাতায় সোনার দাম

আজ যদি আপনি ২২ ক্যারেট সোনা কিনতে চান তাহলে কলকাতায় ১ গ্রাম সোনার জন্য আপনাকে ৬৮২৫ টাকা খরচ করতে হবে। অর্থাৎ ১ ভরী বা ১০ গ্রাম সোনার জন্য ৬৮ হাজার ২৫০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৬ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা খরচ করতে হবে। গতকালের তুলনায় ১০ গ্রাম সোনার দাম ২৫০ টাকা ও ১০০ সোনার দাম ২৫০০ টাকা কমেছে।

তবে যদি খাঁটি অর্থাৎ ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে প্রতিগ্রামের জন্য দাম পড়বে ৭৪৪৫ টাকা। যার অর্থ ১০ গ্রাম বা ১ ভরী সোনার জন্য ৭৪ হাজার ৪৫০ টাকা লাগবে। গতকালের তুলনায় ১০ গ্রামের দাম ২৮০ টাকা কমেছে। এদিকে ১০০ গ্রামের দাম পড়বে ৭ লক্ষ ৪৪ হাজার ৫০০ টাকা। এক্ষেত্রেও দাম গতকালের তুলনায় ২৮০০ টাকা কমেছে।

অবশ্য কমদামেও সোনা পাওয়া যেতেই পারে। তবে সেক্ষেত্রে আপনাকে ১৮ ক্যারেট সোনা কিনতে হবে যার এক গ্রামের দাম পড়বে ৫৫৮৪ টাকা। সেই হিসাবে দশ গ্রাম বা এক ভরীর জন্য ৫৫ হাজার ৮৪০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৫ লক্ষ ৫৮ হাজার ৪০০ টাকা খরচ হবে। এখত্রেও সোনার দাম দশ গ্রামে ২১০ টাকা ও ১০০ গ্রামের জন্য ২১০০ টাকা কমেছে।

আরও পড়ুনঃ নিত্যযাত্রীরা সাবধান! শনি ও রবিবার বাতিল একঝাঁক লোকাল ট্রেন, সমস্যা পড়া আগেই দেখে নিন তালিকা

আজ কলকাতায় রুপার দাম

সোনার দাম যে ভাবে দিন দিন বেড়ে চলেছে তাতে অনেকেই কম দামি রুপার কিনছেন। রুপা দিয়েও দুর্দান্ত সুন্দর সমস্ত গহনা তৈরী হচ্ছে। আজ যদি আপনি কলকাতায় রুপার গহনা কেনার কথা ভাবেন তাহলে আপনকাই ১০০ গ্রাম রুপার জন্য ৯১০০ টাকা খরচ করতে হবে। অর্থাৎ আজকের দিনে রুপা ৯১০০০ টাকা কেজি। আর গত ২৪ ঘন্টায় দামের কোনো পরিবর্তন হয়নি।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X