26th September Target Rating Point List of Bengali Serial Phulki First See Complete TRP List

গীতার দৌড় শেষ! বেঙ্গল টপার ফুলকি না পর্ণা? দেখুন মহালয়ার আগে ওলটপালট TRP তালিকা

পার্থ মান্নাঃ ক্যালেন্ডারে বৃহস্পতিবার মানেই দর্শকদের হার্টবিট কিছুটা হলেও বেড়ে যায়। কারণ এই দিনেই সমস্ত বাংলা সিরিয়ালের টিআরপি লিস্ট প্রকাশিত হয়। যেখানে জি বাংলা থেকে ষ্টার জলসা কোন চ্যানেলের কোন মেগা কতটা জনপ্রিয় সেটার প্রমাণ মেলে। আর এই টার্গেট রেটিং পয়েন্টের উপরেই নির্ভর করে ধারাবাহিকের ভবিষ্যৎ। সেরা দশের মধ্যে থাকলেই ভালো নাহলেই মুশকিল, যে কোনো সময় আসতে পারে বন্ধ হওয়ার ঘোষণা। এমনটা অতীতে বহুবার দেখা গিয়েছে।

তবে এসপ্তাহে কে হল সেরা? গত দু সপ্তাহে গীতা প্রথম স্থান দখল করলেও এবারে তাকে টেক্কা দিয়েছে জি বাংলার ফুলকি। এসপ্তাহে ৭.৩ টিআরপি সহ বেঙ্গল টপার হয়েছে ফুলকি। অবশ্য খুব একটা পিছিয়ে নেই গীতা। ৭.২ পয়েন্ট সহ দ্বিতীয় স্থানে আছে গীতা LLB। বর্তমানে নিজের শ্বশুরের বিরুদ্ধেই কেস নিয়েছে গীতা, তাই কিভাবে ব্যক্তিগত ও প্রফেশনাল জীবন সামাল দিয়ে কেস সলভ করবে সেটাই দেখার বিষয়। তৃতীয় স্থানে রয়েছে সকলের প্রিয় সৃজন-পর্ণা জুটি। এসপ্তাহে ৬.৮ পয়েন্ট পেয়েছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকটি।

চতুর্থ স্থানে রয়েছে কথা। মন্দিরের রহস্যে সমাধানে গিয়ে বোনকে হারিয়ে ফেলে পাগল পারা হয়ে গিয়েছিল কথা। তবে এবার নিজের বুদ্ধির জেরেই ঠিক তাকে খুঁজেও বের করবে আর অ্যান্টিক জিনিস পত্র পাচার চক্রকেও ধরবে সে। এসপ্তাহে কথা পেয়েছে ৬.৪ পয়েন্ট। আর পঞ্চমস্থানে জোর লড়াই করে একসাথে রয়েছে তিন ধারাবাহিক। জগদ্ধাত্রী, উড়ান থেকে শুভ বিবাহ সকলেই ৬.২ পেয়ে একসাথে পঞ্চমস্থানে রয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক সেরা দশের তালিকা।

সেরা দশ সিরিয়ালের TRP তালিকাঃ (Bengali Serial Target Rating Point List)

ফুলকি – 7.3
গীতা LLB – 7.1
নিম ফুলের মধু – 6.8
কথা – 6.4
জগদ্ধাত্রী, উড়ান, শুভ বিবাহ – 6.2

কোন গোপনে মন ভেসেছে, রোশনাই – 6.1
অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল – 5.2
ডায়মন্ড দিদি জিন্দাবাদ 5.0
বঁধুয়া, মিঠিঝোরা – 4.9
কে প্রথম কাছে এসেছি – 4.4

এই ছিল এসপ্তাহের সেরা দশ সিরিয়ালের টিআরপি। তবে কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকটি গতসপ্তাহে শেষ হয়ে গিয়েছে। তাই সেই দিক থেকে দেখলে দশম স্থানে থাকলেও এরপরেই রয়েছে ‘তেঁতুলপাতা’ যেটা এসপ্তাহে ৪.২ টিআরপি পেয়েছে। এছাড়া সিরিয়াল বাদে রিয়েলিটি শোয়ের মধ্যে দিদি নং ১ এর সানডে ধামাকা পর্ব ৪.১ পেয়েছে। জি বাংলার সারেগামাপা পেয়েছে ৫.১।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X