Arijit

কানপুরে শ্রেয়সের শতরানের আনন্দে জল ঢেলে দিল নিউজিল্যান্ড, বিরাট চাপে ভারত

প্রথম দিনের শেষে 258 রানে শেষ হয় ভারতের ইনিংস। আজ ভারতের কাছে বড় রান করার সুযোগ থাকলেও শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে নিউজিল্যান্ডের বোলাররা। নিউজিল্যান্ডের বোলারদের দাপুটে বোলিংয়ে মাত্র 345 রানেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। বড় রান করার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় ভারতীয় ব্যাটসম্যানরা। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি 5 উইকেট নিয়ে ভারতের বড় রানের স্বপ্ন থামিয়ে দেন।

   

তবে এই সবকিছুর মধ্যেও আনন্দ শ্রেয়স আইয়ারের এর অভিষেক টেস্ট সেঞ্চুরি। দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে ভারতীয় টেস্ট দলের দরজা খুলে যায় শ্রেয়স আইয়ার এর জন্য। আর প্রথম টেস্ট খেলতে নেমেই দুর্দান্ত সেঞ্চুরি করেন শ্রেয়স আইয়ার। যা ভারতের ব্যাটিং ব্যর্থতা কিছুটা হলেও ভুলিয়ে দেয়। শ্রেয়স আইয়ার এর অভিষেক টেস্ট সেঞ্চুরি ভারতীয় সমর্থকদের মন ছুঁয়ে যায়। যা নিয়ে স্টেডিয়াম এর মধ্যেই আনন্দ করতে শুরু করেন ভারতীয় সর্মথকরা।

তবে ভারতের সেই আনন্দে কিছুটা হলেও জল ঢেলে দিল নিউজিল্যান্ডের দুই ওপেনার। সমর্থকদের আশা ছিল 345 রানে ইনিংস শেষ হলেও কানপুরের মন্থর পিচে শুরু থেকেই ভেলকি দেখাতে শুরু করবে ভারতীয় স্পিনাররা। কিন্তু ভারতের আনন্দে জল ঢেলে দিল নিউজিল্যান্ডের দুই ওপেনার টম লাথম ও উইল ইয়ং। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর কোন উইকেট না হারিয়ে 129 রান। প্রায় দুটি সেশন খেলে নিউজিল্যান্ডের দুই ওপেনার অর্ধশতারান করে ফেলেছে।