Arijit

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে একাধিক বিশ্বরেকর্ড গড়ার হাতছানি অশ্বিনের সামনে

ভারতীয় টেস্ট দলের অন্যতম ভরসাযোগ্য ক্রিকেটার হলেন রবীচন্দ্রন অশ্বিন। তবে এই বছরের শুরুতেই ইংল্যান্ড সফরে গিয়ে গোটা টেস্ট সিরিজ ড্রেসিং রুমে বসেই কাটাতে হয়েছিল তাকে। একটাও ম্যাচ খেলার সুযোগ পাননি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেলেও জ্বলে উঠতে পারেননি অশ্বিন। ঘরের মাঠে আগামীকাল কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারতের প্রথম একাদশে অশ্বিনের থাকার সম্ভাবনা প্রবল।

   

আগামীকাল ভারতীয় জার্সি গায়ে মাঠে নামার সঙ্গে সঙ্গে অশ্বিনের কাছে সুযোগ রয়েছে একাধিক ব্যক্তিগত রেকর্ড তৈরি করার।
এক নজরে দেখে নেওয়া যাক এই টেস্ট সিরিজ অশ্বিন কি কি রেকর্ড গড়তে চলেছেন:-

১) প্রাক্তন ভারতীয় অফস্পিনার কিংবদন্তি হরভজন সিং-কে টপকে এই সিরিজে ভারতীয় বোলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে উঠতে পারেন অশ্বিন। টেস্টে মোট 417 টি উইকেট রয়েছে হরভজন সিংয়ের। অপরদিকে অশ্বিনের রয়েছে 413 টি উইকেট। অর্থাৎ আর 5 টি উইকেট নিতে পারলেই হরভজন সিংকে টপকে যাবেন অশ্বিন।

২) অনিল কুম্বলেকেও ছুঁয়ে ফেলার হাতছানি রয়েছে অশ্বিনের কাছে। অনিল কুম্বলে মোট আটবার এক ম্যাচে 10 উইকেট নিয়েছেন। অশ্বিন নিয়েছেন সাতবার। অর্থাৎ দুটি ম্যাচের মধ্যে যেকোন একটিতে অশ্বিন 10 উইকেট নিতে পারলেই ছুঁয়ে ফেলবেন কুম্বলেকে।

৩) এই ম্যাচে নিউজিল্যান্ডের সবথেকে বড় বাজি হতে চলেছে অধিনায়ক কেন উইলিয়ামসন। অপরদিকে কেন উইলিয়ামসনের বিরুদ্ধে দুর্দান্ত রেকর্ড রয়েছে অশ্বিনের। উইলিয়ামসনকে মোট পাঁচবার আউট করেছেন অশ্বিন। এই টেস্ট সিরিজে চার ইনিংসের মধ্যে একবার উইলিয়ামসনকে আউট করতে পারলেই প্রজ্ঞান ওঝাকে টপকে যাবেন অশ্বিন।