Arijit

পাকিস্তানের কাছে হার! বিশ্বকাপের মাঝপথেই চার তারকাকে দেশে ফেরৎ পাঠালো বিসিসিআই

ইতিমধ্যেই শুরু হয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রত্যেক দলই কমবেশি একটি করে ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে। পাকিস্তানের কাছে হেরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। আর এই ম্যাচ হারার পরেই চারজন সুপারস্টারকে বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

   

এবার বিশ্বকাপে নেট বোলার হিসেবে আইপিএলে ভালো পারফরমেন্স করা চার ক্রিকেটারকে নিয়ে যাওয়া হয়েছিল। তারা হলেন করণ শর্মা, ভেঙ্কটেশ আইয়ার, শাহবাজ নাদিম এবং কৃষ্ণাপ্পা গৌতম। পাকিস্তান ম্যাচের পরই এই ক্রিকেটারদের বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

বিসিসিআই এর এক কর্তা জানিয়েছেন, “ইতিমধ্যেই টুর্নামেন্ট শুরু হয়ে গিয়েছে। সেই কারণে খুব বেশি নেট সেশন হচ্ছে না। তাই এই সমস্ত ক্রিকেটারদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে তারা সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে অংশগ্রহণ করতে পারবেন।”