Arijit

চূড়ান্ত ব্যর্থ রাহানে, তবে রঞ্জির মঞ্চ মাতালেন চার KKR তারকা

আগামী 26 শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল 2022। ইতিমধ্যেই আইপিএল 2022 এর পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বিসিসিআই। তবে এই মুহূর্তে চলছে ভারতীয় ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফি। এই রঞ্জি ট্রফিতে কেকেআরের বেশ কয়েক জন তারকা ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।

   

আজিঙ্কা রাহানে:- এবার আইপিএলে এক কোটি টাকার বিনিময়ে আজিঙ্কা রাহানেকে দলে নিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। তবে রঞ্জি ট্রফিতে রাহানের পারফরম্যান্স একেবারেই হতাশাজনক। রঞ্জি মরশুমের শুরুটা দুরন্তভাবে শতরান দিয়ে করলেও যত দিন যাচ্ছে তাঁর খারাপ ফর্ম পুনরায় ধরা পড়ছে।

নীতিশ রানা:- ছত্তিশগড়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে 71 রান করার পর, দ্বিতীয় ইনিংসে 36 বলে ঝোড়ো 57 রানের ঝোড়ো ইনিংস খেলেন নীতিশ রানা। ম্যাচে এক উইকেটও নিয়েছেন তিনি।

শেল্ডন জ্যাকসন:- গোয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে 97 রানের ইনিংস খেলেন শেল্ডন জ্যাকসন। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন সৌরাষ্ট্রের এই ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে ফের 26 বলে 53 রানের ঝোড়ো ইনিংস খেলেন।

বাবা ইন্দ্রজিৎ:- এবার আইপিএল নিলামে বাবা ইন্দ্রজিৎ কে তুলে নিয়েছে কেকেআর। রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করছেন এই ক্রিকেটার। রঞ্জির প্রথম দুই ম্যাচে 117 ও 127 রানের দুই ইনিংস খেলেছিলেন তামিলনাড়ুর এই ব্যাটার। তৃতীয় ম্যাচেও ফের তাঁর ব্যাট কথা বলল। ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে 100 করার পর, দ্বিতীয় ইনিংসে ফের 52 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

রিঙ্কু সিং:- মহারাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ইনিংসে 67 রান তো করেছিলেনই, দ্বিতীয় ইনিংসেও 60 বলে 78 রানের দুর্দান্ত ইনিংস খেলেন রিঙ্কু সিং।