Arijit

ক্রিকেট ক্যারিয়ার শেষ হতে চলা ৪ অভিজ্ঞ ক্রিকেটারকে শেষবার সুযোগ দেওয়া হল ভারতীয় দলে

ঘোষিত হল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের ভারতীয় দল। বছরের শেষ দিন দল ঘোষণা করল নির্বাচকরা। যদিও আরও আগেই এই দল ঘোষণা হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু রোহিত শর্মার জন্য অপেক্ষা করেছিল ভারতীয় নির্বাচকরা কিন্তু রোহিত শর্মার চোট ঠিক না হওয়ার রোহিত শর্মাকে বাদ দিয়েই ঘোষিত হল ওয়ানডে সিরিজের ভারতীয় দল।

   

রোহিত শর্মার অনুপস্থিতি আসন্ন ওয়ানডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। অপরদিকে সহ-অধিনায়কের ভূমিকায় দেখা যাবে ভারতীয় দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে।

এবারের দল নির্বাচনে একাধিক চমক রয়েছে। দীর্ঘদিন পর ওয়ানডে দলে কামব্যাক করেছেন ভারতের একাধিক সিনিয়র ক্রিকেটার। কামব্যাক করেছেন শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিনের মতো ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা।

এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারতের সম্পূর্ণ দল:-
কেএল রাহুল (অধিনায়ক), যশপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), শিখর ধবন, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলী, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, বেঙ্কটেশ আয়ার, ঋষভ পন্থ, ঈশান কিশন, যুজবেন্দ্র চহাল, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দূল ঠাকুর এবং মহম্মদ সিরাজ।