Kolkata Metro 40th Year Anniversary Celebration by Metro Department

কলকাতা মেট্রোর ৪০ বর্ষপূর্তি! কিভাবে হবে জন্মদিনের সেলিব্রেশন? জানালো মেট্রো কর্তৃপক্ষ

পার্থ মান্নাঃ কর্মসূত্রে হোক বা কলকাতার ট্রাফিক জ্যাম থেকে বাঁচতে কমবেশি মেট্রো সবাই ব্যবহার করেন। তাছাড়া যাত্রীসুবিধার্থে প্রতিনিয়ত নতুন লাইনের কাজ চলছেই। তবে জানেন কি দেখতে দেখতে ৪০ বছরে পা দিতে চলেছে কলকাতা মেট্রো। হ্যাঁ ঠিকই দেখছেন, ২৪শে অক্টোবর ১৯৮৪ সালে প্রথম যাত্রা শুরু করে কলকাতা মেট্রো। এরপর কেটে গিয়েছে ৪০টা বছর।

৪০ বছরে পা দিল কলকাতা মেট্রো!

শুরুতে মাত্র ৩.৪ কিলোমিটারের যাত্রাপথ ছিল। এসপ্ল্যানেড থেকে ভবানীপুরের মধ্যেই চলত। তবে ধীরে ধীরে সেই যাত্রাপথ অনেকটাই বিস্তৃত। হয়েছে বর্তমানে প্রায় ৫৮ কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করে মেট্রো। দমদম থেকে টালিগঞ্জ, এদিকে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারিত হয়েছে লাইন। নতুন মেট্রোর কাজ তো চলছেই।

উত্তর দক্ষিণে নিউ গড়িয়া থেকে রুবি, জোকা থেকে মাঝেরহাট এর মত দুটি গুতুত্বপূর্ণ স্টেশন বেড়েছে। তাছাড়া ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজও চলছে জোরকদমে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ হোক বা হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডে হয়েছে চালু হয়েছে মেট্রো পরিষেবা। সব মিলিয়ে আমূল পরিবর্তন হয়েছে কলকাতা মেট্রোতে।

মেট্রোর জন্মদিনে বিশেষ আয়োজন

এবছর ২৪শে অক্টোবর ৪০ বছরের জন্মদিন উপলক্ষে বিশেষ কিছু আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ১৮ থেকে ২৪শে অক্টোবর অবধি মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। জানা যাচ্ছে এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে তোলার জন্য প্রদর্শনী থেকে শুরু করে হেরিটেজ ওয়াক ও ওয়াকাথনের আয়োজন করা হচ্ছে।

প্রসঙ্গত, অনুষ্ঠানের আয়োজন ছাড়াও কিভাবে মেট্রোর অগ্রগতি হয়েছে আর কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন হয়ে উঠেছে কলকাতা মেট্রো সেটাও তুলে ধরা হবে। এই মর্মে একটি তথ্যচিত্র তৈরির করার পরিকল্পনাও রয়েছে বলে জানা যাচ্ছে। এখন অপেক্ষা আগামী দিনে কিভাবে সেলিব্রেশন হয় সেটা দেখার।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X