পার্থ মান্নাঃ এমনিতে বৃহস্পতিবার মানেই সিরিয়ালপ্রেমীদের বুকের ধুকপুকানি একটু হলেও বেড়ে যায়। কারণ এই দিনেই ধারাবাহিকের টার্গেট রেটিং পয়েন্টের তালিকা প্রকাশ্যে আসে। এই রেটিংয়ের উপরেই নির্ভর করে সিরিয়ালের ভবিষ্যৎ। তবে গত সপ্তাহে কালীপূজা থেকে দীপাবলির মত উৎসব পড়ে যাওয়ার কারণে সাপ্তাহিক টিআরপি আসতে বেশ কিছুটা দেরি হয়েছে। তবে আর অপেক্ষা নয়, চলুন ঝটপট দেখে নেওয়া যাক কে হল দর্শকদের মতে বেঙ্গল টপার?
প্রকাশ্যে সাপ্তাহিক বাংলা সিরিয়ালের টিআরপি
দেরিতে হলেও প্রকাশ্যে এসেছে নতুন টিআরপি তালিকা। যেখানে দেখা যাচ্ছে একটি নয় দুটি ধারাবাহিক বেঙ্গল টপার হয়েছে। ফুলকি ও নিম ফুলের মধু দুই মেগা একসাথে ৭.৭ পয়েন্ট সহ প্রথম স্থানে রয়েছে। যদিও এসপ্তাহেই সৃজন-পর্ণার জুটি নিয়ে একটু হলেও খারাপ খবর মিলেছে। দুর্দান্ত টিআরপি তাহাকে সত্ত্বেও নতুন মেগা ‘পরিণীতা’কে জায়গা দিতে স্লট বদলাচ্ছে নিম ফুলের মধু’র।
এর ঠিক পরে দ্বিতীয় স্থানেও রয়েছে দুজোড়া মেগা। ষ্টার জলসার গীতা LLB ও কথা ধারাবাহিকগুলো ৭.১ পয়েন্ট সহ দ্বিতীয় স্থানে রয়েছে। এর ঠিক পরেই অল্পের জন্য ৬.৯ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছে জগদ্ধাত্রী ও কোন গোপনে মন ভেসেছে। চাতুর্থ স্থানে আছে শুভ বিবাহ, শেষ সপ্তাহে ধারাবাহিকটির প্রাপ্ত পয়েন্ট ৬.১। আর পঞ্চম হয়েছে উড়ান ও রোশনাই। দুজনেই ৫.৯ পয়েন্ট পেয়েছে। তাহলে বাকিরা কোথায়? চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ সেরা দশের তালিকা।
সেরা দশ সিরিয়ালের TRP তালিকাঃ (Bengali Serial Target Rating Point List)
ফুলকি, নিম ফুলের মধু – ৭.৭
গীতা LLB, কথা – ৭.১
জগদ্ধাত্রী, কোন গোপনে মন ভেসেছে – ৬.৯
শুভ বিবাহ – ৬.১
উড়ান, রোশনাই – ৫.৯
আনন্দী, তেঁতুলপাতা, অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল – ৫.৭
রাঙামতি তীরন্দাজ, ডায়মন্ড দিদি জিন্দাবাদ – ৫.৬
মিঠিঝোরা, পুবের ময়না – ৪.৫
দুই শালিক – ৪.০
মালাবদল – ৩.২
সিরিয়াল ছাড়াও রিয়েলিটি শোয়ের মধ্যে দিদি নাম্বার ওয়ান এর সানডে ধামাকা পর্ব ৫.১ পয়েন্ট পেয়েছে। এছাড়া সারেগামাপা ৫.২ টিআরপি পয়েন্ট পেয়েছে। এদিকে ডান্স বাংলা ডান্সের জন্য অডিশন পক্রিয়া শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। তাই বোঝাই যাচ্ছে সারেগাপামা শেষ হলেও ডান্স বাংলা ডান্স শুরু হবে।