নিউজশর্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘা(Digha)। প্রায় প্রত্যেক বছর এখানে কয়েক লক্ষ পর্যটক ঘুরতে আসেন। বছরের প্রায় সব ঋতুতেই এখানে পর্যটকদের(Tourist) প্রচুর ভিড় থাকে। যত দিন যাচ্ছে তত দিঘার সৌন্দর্য আরো বৃদ্ধি পাচ্ছে। দীঘার চারিপাশকে আরো সুন্দরভাবে সাজানোর জন্য এগিয়ে এসেছে প্রশাসন। পর্যটকদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নানা রকমের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম একটি নতুন ব্যবস্থা গ্রহণ করেছে যাতে পর্যটকদের দীঘা ভ্রমণের আনন্দ আরো দ্বিগুণ বেড়ে যায়। দীঘায় ঘুরতে এলে প্রচুর পর্যটক আছেন যারা দীঘার চারপাশে বিশেষ করে তাজপুর সমুদ্র সৈকত, মন্দারমনি সি বিচ, মেরিন ড্রাইভ সহ অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখেন। সেখানকার স্থানীয় যানবাহনে ভাড়া করার সময় প্রচুর টাকা ভাড়া লাগে। এই জায়গায় যাতে পর্যটকদের অতিরিক্ত খরচ না হয় তাই জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রাষ্ট্রীয় পরিবহন নিগম।
নতুন এসি বাস নামানো হয়েছে। জানা গিয়েছে, এই এসি বাসে মাত্র ১০০ টাকাতে বিভিন্ন জায়গা ঘুরে দেখা যাবে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে ২০১৯ সালে এই ধরনের পাঁচটি ব্যাটারী চালিত এসি বাস শুরু করা হয়েছিল এই বাসগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সেই সময় পর্যটকদের দিঘার বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী এলাকাগুলো ঘোরানোর জন্য মাত্র ১০০ টাকা ভাড়া নেওয়া হতো। পরবর্তীকালে বিভিন্ন কারণবশত এই সকল বাসের পৌরসভা বন্ধ হয়ে যায়।
আর এবার এই বাসগুলো পুনরায় চালু করার জন্য চেষ্টা চালাচ্ছে এসবিএসটিসি। জানা গিয়েছে, এই বাসগুলো মূলত পরিদর্শনের পাশাপাশি দীঘার সংলগ্ন উদয়পুর, মন্দারমনি, তাজপুর সহ বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলোতে নিয়ে যাবে পর্যটকদের। প্রত্যেক যাত্রী প্রতি ১০০ টাকা ভাড়া নেওয়া হতো, এবার আবার বাস নামানোর পরেও সেই একই ভাড়া থাকবে বলে জানা গিয়েছে। কবে থেকে চালু হবে এই এসি বাস পরিষেবা?
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দীঘা ডিপো ইনচার্জ সোমনাথ ঘোষ জানিয়েছেন যে এই বাসগুলোর সম্পর্কে ভাড়া এবং প্যাকেজ সম্পর্কে এখনো চূড়ান্ত কোন অর্ডার এসে পৌঁছায়নি। খুব শীঘ্রই এই অর্ডার চলে আসবে এবং সেই অর্ডার চলে এলে আবার বাসগুলোকে পুনরায় রাস্তায় নামানো হবে। আগামী ৮ অথবা ৯ অক্টোবর থেকেই পরিষেবা শুরু হবে।