Arijit

বিশ্বের সেরা পাঁচ টেস্ট ব্যাটসম্যান বেছে নিলেন শেন ওয়ার্ন, তালিকায় মাত্র এক ভারতীয়

বর্তমান যুগে দিনের পর দিন বেড়েই চলেছে টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা। আইপিএল সহ বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লীগ ক্রিকেট প্রেমীদের মনে জায়গা নিতে শুরু করেছে। এর ফলে ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাটে অর্থাৎ টেস্ট ক্রিকেট। তবে টি-টোয়েন্টি ক্রিকেট যতই জনপ্রিয় হয়ে উঠুক না কেন এখনো পর্যন্ত প্রকৃত ক্রিকেটপ্রেমীদের মনে টেস্ট ক্রিকেটই সবার উপরে রয়েছে। আর সেই কারণেই এবার টেস্ট ক্রিকেটের সেরা 5 জন ব্যাটসম্যানের বেছে নিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা স্পিনার শেন ওয়ার্ন।

   

সেন ওয়ার্ন এই তালিকায় প্রথমেই রেখেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথকে। শেন ওয়ার্ন মনে করেন স্টিভ স্মিথ বিশ্বের যে কোন পিচে, যেকোন পরিস্থিতিতে ব্যাটিং করতে পারেন।

এই তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে পরপর তিনটি সেঞ্চুরি করেছেন রুট। এছাড়াও ভারতের মাটিতে এবং শ্রীলঙ্কার মাটিতে ডবল সেঞ্চুরি রয়েছে রুটের। আর এই পারফরম্যান্সই বলে দেয় টেস্ট ক্রিকেটে রুটের ক্ষমতা।

রুটের পর শেন ওয়ার্নের এই তালিকায় জায়গা করে  নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। উইলিয়ামসনের নেতৃত্বে নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। এছাড়া ব্যাট হাতে ক্রমাগত নিউজিল্যান্ড দলকে সাহায্য করে যাচ্ছেন উইলিয়ামসন।

তালিকায় চার নম্বরে জায়গা করে নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। শেন ওয়ার্ন এর মতে, বর্তমানে বিরাট কোহলির ফর্ম কিছুটা খারাপ থাকলেও বিরাট একজন কিংবদন্তি। তাই বিরাট টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় প্রথম পাঁচেই থাকবেন।

এই তালিকায় পাঁচ নম্বরে স্থান রয়েছে অস্ট্রেলিয়ার আরেক ব্যাটসম্যান মার্নস ল্যাবুসনের। ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটে দু- হাজারের বেশি রান করে ফেলেছেন ল্যাবুসনে। আক্রমণাত্মক ব্যাটিং এর পাশাপাশি দীর্ঘক্ষন ক্রিজে থাকার ক্ষমতা রয়েছে এই ব্যাটসম্যানের।