Amitabh Jaya

Moumita

বাংলার জামাই অমিতাভ, তাঁর ও জয়া বচ্চনের এই ৫ সুপারহিট সিনেমা দেখেছেন তো

জীবনের ময়দানের পাশাপাশি দাম্পত্য জীবনেও হাফ সেঞ্চুরি পার করে ফেললেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) আর জয়া বচ্চন (Jaya Bachchan)। আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে ৩ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা জুটি। তারপর বহু ঝড় পেরিয়ে গেলেও তারা আজও টিকিয়ে রেখেছেন নিজেদের সম্পর্ক। তবে জানেন কি এই তারকা কতগুলি ছবিতে একসাথে কাজ করেছেন? চলুন দেখে নিই সেই তালিকা।

অভিমান (Abhimaan) : এই ছবিতে অমিতাভ একজন বিখ্যাত গীতিকারের চরিত্রে অভিনয় করেন। এবং বিয়ের পর নিজের স্ত্রীকেও এই পেশায় যোগ দিতে অনুরোধ করে। পরবর্তী সময়ে তার স্ত্রীর খ্যাতি বাড়তে থাকলে সেটা আর সহ্য করতে পারেনা সে। এবং সম্পর্কে তৈরি হয় ফাটল।

বলিউড,বিনোদন,গসিপ,অমিতাভ বচ্চন,জয়া বচ্চন,Bollywood,Entertainment,Gossip,Amitabh Bachchan,Jaya Bachchan

শোলে (Sholay) : রিয়েল লাইফ জুটিকে দেখা গেছিল আইকনিক ছবি ‘শোলে’তে। একজন এক্স কনভিক্ট এবং এক বিধবার মধ্যে এক মিষ্টি রোম্যান্স দেখানো হয়েছিল এই ছবিতে।

বলিউড,বিনোদন,গসিপ,অমিতাভ বচ্চন,জয়া বচ্চন,Bollywood,Entertainment,Gossip,Amitabh Bachchan,Jaya Bachchan

কাভি খুশি কাভি গাম (Kabhi Khushi Kabhie Gham) : ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির আরো এক আইকনিক ছবি হল মাল্টিস্টারার মুভি ‘কাভি খুশি কাভি গাম’। শাহরুখ থেকে শুরু করে অমিতাভ, জয়া, হৃত্বিক, কাজল এবং করিনা কাপুরের মত স্টারদের দেখা গেছিল এই ছবিতে। আর ছবির গল্প তো প্রায় সকলেরই জানা।

বলিউড,বিনোদন,গসিপ,অমিতাভ বচ্চন,জয়া বচ্চন,Bollywood,Entertainment,Gossip,Amitabh Bachchan,Jaya Bachchan

সিলসিলা (Silsila) : আরো একটি রোমান্টিক ঘরানার ছবি হল সিলসিলা। এই ছবিতে জুটি বেঁধেছিলেন জয়া এবং অমিতাভ। আশির দশকের শুরুর দিকে মুক্তিপ্রাপ্ত এই ছবির পর থেকেই শুরু হয় রেখা অমিতাভ আর জয়ার ত্রিকোণ প্রেমের গাঁথা।

বলিউড,বিনোদন,গসিপ,অমিতাভ বচ্চন,জয়া বচ্চন,Bollywood,Entertainment,Gossip,Amitabh Bachchan,Jaya Bachchan

বংশী বিরজু (Bangsi Birju): এই তারকা জুটির প্রথম ছবি ছিল বংশী বিরজু‌। ছবিতে বংশী এবং বিরজু হল এক হ্যাপি কাপল। তবে গল্পের গতিপথ বদলে যায় যখন গ্রামবাসীরা জানতে পারে যে, বংশী আসলে একজন যৌনকর্মী।