দীপা-মিঠাই কেউ নয়! গত ১০ বছরে সবথেকে বেশিবার TRP টপার বাংলা সিরিয়াল কোনটা জানেন?

নিউজশর্ট ডেস্কঃ বাংলা সিরিয়াল(Bengali Mega Serial) বাঙালীদের বিনোদনের ক্ষেত্রে সবথেকে প্রিয় জিনিস। আবার এই সিরিয়ালের অভিনীত চরিত্ররা দর্শকদের নিজের বাড়ির সদস্য হয়ে ওঠে। বর্তমান সময়ে বাংলা সিরিয়ালগুলোর ভাগ্য নির্ভর করে টিআরপির(TRP) ওপরে। দর্শকদের পছন্দ-অপছন্দের উপর ভিত্তি করেই এই টিআরপি নির্ধারিত হয়। দীর্ঘ কয়েক মাস ধরে এই টিআরপির দৌলতে যেমন বেশ কিছু নতুন সিরিয়াল শুরু হয়েছে, তেমনি মাত্র কয়েক মাসের মধ্যেই সিরিয়াল বন্ধ হয়েছে।

আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো বাংলা ধারাবাহিকের ইতিহাসে সেরা ৫ টিআরপি টপার সিরিয়ালের(TRP Topper Serial)
তালিকা।

কুসুম দোলা(Kusum Dola)- স্টার জলসায় লীনা গাঙ্গুলির এই জনপ্রিয় সিরিয়াল একসময় বেঙ্গল টপার ছিল। ঋষি কৌশিক, অপরাজিতা ঘোষ দাস এবং মধুমিতা সরকার অভিনীত এই সিরিয়াল মন জয় করেছিল অসংখ্য দর্শকদের। আর তাই তো ৩২ বার বাংলার সেরা ধারাবাহিকের খেতাব জিতেছিল এই সিরিয়ালটি।

কৃষ্ণকলি(Krishnakoli)- নীল ভট্টাচার্য এবং তিয়াসা লেপচা অভিনীত এই সিরিয়ালটিও দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। দীর্ঘদিন টিআরপি তালিকায় রমরমিয়ে চলেছে এই ধারাবাহিক। মোট ৩৩ বার বাংলার সেরা ধারাবাহিকের শিরোপা পেয়েছিল এই সিরিয়াল।

অনুরাগের ছোঁয়া(Anurager Chhowa) – স্টার জলসার এই মুহূর্তের সব থেকে জনপ্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়া। এক বছরের কিছু সময়ের মধ্যেই ৩৬ বার সেরা বাংলা ধারাবাহিকের জায়গা দখল করে রেখেছে এই সিরিয়াল। যদিও আগামী দিনে এই নাম্বারের সংখ্যা যে আর আরো বাড়বে তা বোঝাই যাচ্ছে।

anurager chhowa fame actress swastika ghosh shared her lifestory in an interview

মিঠাই(Mithai) – টিআরপি তালিকায় বেঙ্গল টপার হওয়ার লড়াইয়ে সবথেকে উপরে নাম রয়েছে ‘মিঠাই’র। দীর্ঘ আড়াই বছরেরও বেশি সময়ে মোট ৫৬ বার বাংলার সেরা ধারাবাহিক জিতেছিল এই মেগা।

 

মা(Maa) – দশ বছর আগে স্টার জলসার রেকর্ড ব্রেকিং সিরিয়াল ছিল মা। ৭২ বার বেঙ্গল টপার হয়েছে এই মেগা। এখনো পর্যন্ত এই রেকর্ড কেউ ব্রেক করতে পারেনি।

Avatar

Papiya Paul

X