আমির খান,রিমেক,আসন্ন ছবি,গসিপ,বলিউড,বিনোদন,Aamir Khan,Remake,Upcoming Movie,Gossip,Bollywood,Entertainment

ফানা ছবির পর আবারও দেখা মিলবে আইকনিক জুটি ‘কাজল-আমির’র! ১৭ মাসে ৫ টি ছবি নিয়ে কামব্যাক আমির খানের

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে কে না চেনে না। সাধারণত বছরে একটাই ছবি করেন তিনি। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত লাগান ছবির দূর্দান্ত সফলতার পরই তিনি এই ঘোষণা করেন। এরপর তিনি বছরের পর বছর ধরে, দিল চাহতা হ্যায়, রঙ দে বাসন্তী, ফানা, গজিনি, তারে জমিন পার, পিকে, দঙ্গলের মতো একগুচ্ছ ব্লকবাস্টার উপহার দিয়েছেন সিনেমাপ্রেমীদের। কিন্তু দূর্ভাগ্যজনক ভাবে তার শেষ ছবি ‘থাগস অফ হিন্দুস্তান’ মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। তবে এবার অনুরাগীদের বিনোদন দিতে পাঁচটি ছবি দিয়ে চার বছর পর কামব্যাক করার মুডে রয়েছেন এই সুপারস্টার। আগামী 17 মাসের মধ্যে মুক্তি পাবে এই পাঁচটি ছবি।

1- লাল সিং চাড্ডা:- ছবিটি 1994 সালে মুক্তিপ্রাপ্ত হলিউড ক্লাসিক ছবি ফরেস্ট গাম্পের অফিসিয়াল হিন্দি রিমেক। এটি পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। ছবিতে অভিনয় করেছেন আমির খান , করিনা কাপুর, মোনা সিং এবং মানব ভিজ। ছবির চিত্রনাট্য তৈরি করেছেন অতুল কুলকার্নি। আর এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ হবে তেলেগু তারকা নাগা চৈতন্যের। ভারতের শতাধিক লোকেশনে ছবিটির শুটিং হয়েছে। 2022 সালের 11 আগস্ট রাখী বন্ধন উপলক্ষে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।
আমির খান,রিমেক,আসন্ন ছবি,গসিপ,বলিউড,বিনোদন,Aamir Khan,Remake,Upcoming Movie,Gossip,Bollywood,Entertainment

2- প্রীতম পেয়ারে:- বলিউড অভিনেতা আমির খানের মেয়ে আইরা খান প্রায়শই খবরের শিরোনামে থাকলেও তার ছেলে জুনায়েদ খানকে খুব কমই লাইমলাইটে দেখা যায়। তবে এবার জুনায়েদ খান সঞ্জয় মিশ্রের আসন্ন ওয়েব সিরিজ দিয়ে কেরিয়ার শুরু করছেন। আর আমির খান তার ওয়েব সিরিজ প্রীতম প্যায়ারের জন্য একটি বিশেষ ক্যামিও শ্যুট করেছেন। অর্থাৎ খুব শীঘ্রই বাবা ছেলের এই জুটিকে দেখা যাবে পর্দায়।
আমির খান,রিমেক,আসন্ন ছবি,গসিপ,বলিউড,বিনোদন,Aamir Khan,Remake,Upcoming Movie,Gossip,Bollywood,Entertainment

3-2 ব্রাইডস:- বলিউড অভিনেতা আমির খানের প্রাক্তন স্ত্রী ও পরিচালক কিরণ রাও আবারও পরিচালনায় ফিরেছেন। এর আগে ২০১০ সালে ‘ধোবি ঘাট’ ছবিতে তার পরিচালনার ক্যারিশমা দেখিয়েছেন। এবার তার আসন্ন ছবি ‘2 ব্রাইডস’এ তার প্রাক্তন স্বামী আমির খানকে ক্যামিও করতে দেখা যাবে।
আমির খান,রিমেক,আসন্ন ছবি,গসিপ,বলিউড,বিনোদন,Aamir Khan,Remake,Upcoming Movie,Gossip,Bollywood,Entertainment

4- সালাম বেঙ্কি:- ফানা ছবির পর আবার পর্দায় দেখা মিলবে আমির-কাজলের জনপ্রিয় জুটি। এই ছবির পরিচালনায় থাকবেন রেবতী। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে কাজলকে। অপরদিকে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে আমির খানকে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রেবতী ক্যামিওর জন্য একজন প্রভাবশালী অভিনেতা চেয়েছিলেন। আর তার প্রথম পছন্দ হলো আমির। ছবির চিত্রনাট্য শোনা মাত্রই রাজি হয়ে যান আমির।
আমির খান,রিমেক,আসন্ন ছবি,গসিপ,বলিউড,বিনোদন,Aamir Khan,Remake,Upcoming Movie,Gossip,Bollywood,Entertainment

5- ক্যাম্পিওনস রিমেক:- শোনা যাচ্ছে, লাল সিং চাড্ডা’র পর আরো একটি রিমেকে অভিনয় করতে চলেছেন আমির খান। যদিও এখনও পর্যন্ত ছবিটি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এই বছরের শুরুর দিকে অভিনেতার 57 তম জন্মদিনে, আমির ছবিটি সম্পর্কে বলেছিলেন, “আমি এখনও আমার পরবর্তী ছবির ঘোষণা করিনি। তাহলে আপনারা কিভাবে জানলেন? পরিকল্পনা চলছে, আমি শীঘ্রই এটি সম্পর্কে জানাব।”

Avatar

Moumita

X