Arijit

ওভাল টেস্টে হল ৫ টি বিশ্বরেকর্ড, একাধিক রেকর্ডের মালিক হলেন রোহিত শর্মা

ওভালে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে ভারত। প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও 157 রানে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে ভারত। আর এই জয়ের ফলে সিরিজে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। এই ম্যাচে ঘটে গেল একাধিক বিশ্ব রেকর্ড। বেশ কয়েকটি রেকর্ডের মালিক হলেন ভারত ওপেনার রোহিত শর্মা।

   

আসুন এক নজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত রেকর্ড গুলি:-

১) দ্বিতীয় ইনিংসে ওলি পোপকে আউট করা মাত্রই টেস্ট ক্রিকেটে দ্রুততম 100 উইকেট এর মালিক হলেন বুমরাহ। তিনি টপকে গেলেন কিংবদন্তি কপিল দেবকে।

২) ইংল্যান্ডের মাটিতে ন’টি সেঞ্চুরী করে রাহুল দ্রাবিড়কে টপকে গেলেন ভারত ওপেনার রোহিত শর্মা।  রাহুল দ্রাবিড়ের নামে রয়েছে আটটি সেঞ্চুরি।

৩) দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি করে রোহিত শর্মা নিজের ক্যারিয়ারের 15 হাজার আন্তর্জাতিক রান পূর্ন করে ফেললেন। সেই সঙ্গে পূর্ন করলেন ওপেনার হিসেবে 11 হাজার রান।

৪) প্রথমবার ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে গিয়ে দুটি টেস্ট ম্যাচ জিতল ভারত। এর আগে কখনো ভারত একই সিরিজে ইংল্যান্ডে দুটি টেস্ট ম্যাচ জেতেনি।

৫) প্রথম ইনিংসে 200 রানের কমে আউট হওয়ার সত্ত্বেও বিদেশের মাটিতে এই নিয়ে দ্বিতীয়বার জিতল ভারত।