নিউজশর্ট ডেস্কঃ কম টাকায় বেশি দুরেরযাত্রা মানেই সাধারণ মানুষের প্রথম পছন্দ ট্রেন। প্রতিদিন প্রায় ৩০০০ এরও বেশি এক্সপ্রেস ট্রেন দেশের প্রতিটি প্রান্তে যাতায়াত করে। তবে উৎসবের সময় ট্রেনের চাহিদা অনেকটাই বেড়ে যায়। এই যেমন সামনেই রাখি, এই সময়ে বাইরের রাজ্য থেকে অনেকেই বাড়ি ফেরেন। আবার ছুটির প্ল্যানও থাকে অনেকের। কিন্তু সম্প্রতি ৫০টি ট্রেন বাতিল ঘোষণা করেছে ভারতীয় রেল। যার জেরে রীতিমত মাথায় হাত উঠেছে যাত্রীদের।
আসলে প্রতিনিয়ত রেলের মেরামত ও রক্ষনাবেক্ষনের কাজ চলতেই থাকে। যার জেরে মাঝে মধ্যেই কিছু রুটের ট্রেন বাতিল করা হয় বা সময় পরিবর্তন করে দেওয়া হয়। তবে এক্ষেত্রে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। আর এবার রাখির মুখে একঝাঁক ট্রেন বাতিল হতেই রীতিমত চিন্তায় পড়েছেন হাজার হাজার যাত্রী।
ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফ থেকে কোন কোন ট্রেন গুলি বাতিল করা হয়েছে তার তালিকা প্রকাশ করা হয়েছে। মূলত ১৬ থেকে ১৯শে আপনিও কি এই সময়ের মধ্যে টিকিট কেটেছেন? তাহলে বাতিল হওয়া ট্রেনের তালিকা দেখে নিনঃ
১৬ থেকে ১৯শে অগাস্ট পর্যন্ত বাতিল ট্রেন
- ০৮৭১১ গোন্ডিয়া-ডোঙ্গারগড় মেমু স্পেশাল ১৬ থেকে ১৯ আগস্ট পর্যন্ত বাতিল
- ০৮৭১৩ গোন্ডিয়া-নেতাজি সুভাষ চন্দ্র বসু ইতওয়ারি মেমু স্পেশাল ১৬ থেকে ১৯ আগস্ট পর্যন্ত বাতিল
- ০৮৭১৬ নেতাজি সুভাষচন্দ্র বসু ইতওয়ারি-গোন্ডিয়া মেমু স্পেশাল ১৬ থেকে ১৯ অগাস্ট পর্যন্ত বাতিল
- ১৮০৩০ শালিমার-এলটিটি এক্সপ্রেস ১৬ ও ১৭ আগস্ট বাতিল ঘোষণা করা হয়েছে
- ১৮০২৯ এলটিটি-শালিমার এক্সপ্রেস ১৬ থেকে ১৯ আগস্ট বাতিল ঘোষণা করা হয়েছে
- ১২৮৭৯ এলটিটি-ভুবনেশ্বর এক্সপ্রেস ১৭ অগাস্ট বাতিল ঘোষণা করা হয়েছে
- ১২২২১ পুনে-হাওড়া দুরন্ত এক্সপ্রেস বাতিল ঘোষণা করা হয়েছে
- ২০৮২২ সালের সাঁতরাগাছি-পুনে হামসফর এক্সপ্রেস ১৭ অগাস্ট বাতিল ঘোষণা করা হয়েছে
- ২০৮২১ পুনে-সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেস ১৯ অগাস্ট বাতিল ঘোষণা করা হয়েছে
- ২২৮৯৩ সাইনগর শিরডি-হাওড়া এক্সপ্রেস ১৭ অগাস্ট বাতিল ঘোষণা করা হয়েছে
- ২২৯০৫ ওখা-শালিমার এক্সপ্রেস ১৮ আগস্ট বাতিল ঘোষণা করা হয়েছে
- ২২৯০৬ শালিমার-ওখা এক্সপ্রেস ২০ আগস্ট বাতিল ঘোষণা করা হয়েছে
- ২২৯৭৪ পুরী-গান্ধীধাম এক্সপ্রেস ১৭ অগাস্ট বাতিল ঘোষণা করা হয়েছে