এয়ারটেল,জিও,ভোডাফোন,৫ জি পরিষেবা,ভারত,Airtel,Jio,Vodafone,5G Service

Moumita

5G ফোন থাকা সত্ত্বেও মিলছে 4G ইন্টারনেট! ফোনের এই সেটিংসগুলি ঠিক করলেই মিলবে দুর্দান্ত 5G পরিষেবা

ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে 5G পরিষেবা। জিও, এয়ারটেলের মতো বড়ো সংস্থাগুলি নেমে পড়েছে ময়দানে। ইতিমধ্যেই কলকাতা সহ দেশের ৪ টি বড়ো শহরে পরীক্ষামূলকভাবে পরিষেবা শুরু করেছে জিও। এদিকে পিছিয়ে নেই এয়ারটেলও। দেশের ৮ টি বড়ো শহরে 5G পরিষেবা শুরু করে দিয়েছে সংস্থাটি।

   

আপাতত দেশের কয়েকটি বড়ো শহরেই শুরু হয়েছে 5G ইন্টারনেট। কলকাতা, মুম্বই, দিল্লি ও বারাণসীতে পরীক্ষামূলকভাবে 5G শুরু করেছে Reliance Jio। পাশাপাশি মুম্বই, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর ও বারাণসীতে শুরু হয়েছে Airtel 5G Plus।

আপাতত এইসব শহরের বাসিন্দারাই 5G ফোন থেকে 5G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অন্যান্য শহরের বাসিন্দারা এখনই এই সুবিধা উপলব্ধ করতে পারবেন না। গোটা দেশজুড়ে এই 5G পরিষেবা চালু হতে লেগে যেতে পারে আরো কয়েকটা মাস।

এয়ারটেল,জিও,ভোডাফোন,৫ জি পরিষেবা,ভারত,Airtel,Jio,Vodafone,5G Service

এমতাবস্থায় অনেক গ্রাহকও 5G মোবাইল কিনে ফাস্ট ইন্টারনেটের সুবিধা নিতে শুরু করে দিয়েছেন। তবে অভিযোগও এসেছে একাধিক। সূত্রের খবর, 5G ফোন কিনলেও ইন্টারনেট ব্যবহারের সময় 4G স্পিড মিলছে এখনও। এখানে বলে রাখি, 5G মোবাইল কিনলেই কিন্তু ফাস্ট ইন্টারনেট মিলবে না। তার জন্য করতে হবে কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংসের বদল।

এয়ারটেল,জিও,ভোডাফোন,৫ জি পরিষেবা,ভারত,Airtel,Jio,Vodafone,5G Service

আর তা না হলে দামি ফোন কিনেও কোনো লাভ নেই। তবে চিন্তা করার বিশেষ প্রয়োজন নেই। আজকের এই পোস্টে এইসব গুরুত্বপূর্ণ সেটিংস নিয়েই আলোচনা করবো। ফোনে ঠিক কী কী সেটিংস বদল করা প্রয়োজন? জেনে নিন বিস্তারিত।

ফোনে Settings ওপেন করুন

এবার সিলেক্ট করুন Network and Internet

এখানে SIMs সিলেক্ট করুন

এবার Preferred Network Type সিলেক্ট করে 5G বেছে নিন

এয়ারটেল,জিও,ভোডাফোন,৫ জি পরিষেবা,ভারত,Airtel,Jio,Vodafone,5G Service

এদিকে মুকেশ আম্বানির সংস্থা জিওর তরফ থেকে জানানো হয়েছে যে, আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের সমস্ত মানুষের হাতে পৌঁছে যাবে 5G নেটওয়ার্ক। এদিকে এয়ারটেলের তরফ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালের এপ্রিলেই সমস্ত বড়ো শহরের জন্য নিয়ে আসবে 5G নেটওয়ার্ক। তবে গোটা দেশে পৌঁছাতে ২০২৪ অবধি সময় লেগে যেতে পারে। এই দৌড়ে একেবারে পিছিয়ে নেই ভোডাফোনও, এই সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে যে, আপাতত গোটা দেশে না হলেও নির্বাচিত কয়েকটি বড়ো শহরে 5G লঞ্চ করবে তারা।