Papiya Paul

লাগবে না এক পয়সাও, এবার সারাদিন দেখুন সিনেমা! বিনামূল্যে OTT সাবস্ক্রিপশন দিচ্ছে Jio

নিউজশর্ট ডেস্কঃ সাধারণ মানুষকে বিনোদন দেওয়ার জন্য নিত্যনতুন পরিষেবা চলে আসছে। এখন আর বিনোদন বলতে শুধুমাত্র সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা নয়। বাড়িতে বসে টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান দেখার পাশাপাশি মোবাইল ফোনেও এখন সবকিছুই দেখতে পাওয়া যায়। বিগত কয়েক বছর আগে থেকে ওটিটি প্ল্যাটফর্ম(OTT Platform) আসার পর মানুষ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা প্রায় ভুলেই গিয়েছেন।

   

তবে এই ওটিটি প্ল্যাটফর্মগুলোতেই বাড়িতে বসে বিনোদনমূলক অনুষ্ঠান দেখার জন্য বেশ মোটা অংকের টাকা খরচ করতে হয় গ্রাহকদের। এই ক্ষেত্রেও রিলায়েন্স জিও(Reliance Jio) গ্রাহকের কথা মাথায় রেখে অল্প খরচের মধ্যে ওটিটি প্লাটফর্মগুলো দেখার সুযোগ এনে দিয়েছে। সব ধরনের গ্রাহকদের জন্য রিলায়েন্স নতুন কিছু প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানগুলো কিছু কিছু দীর্ঘমেয়াদি আবার স্বল্প সময়ের জন্য।

চলুন তাহলে জিও-র এই প্ল্যানগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

১) এই প্ল্যানটি নিতে গেলে আপনাকে বেশ মোটামুটি টাকা খরচ করতে হবে। তবে এই প্ল্যানের বৈধতা থাকবে ৩৬৫ দিন। এই প্ল্যানে মিলবে ২.৫ জিবি ডেটা, ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড কলিং-এর সুবিধা। এই প্ল্যানের রিচার্জ মূল্য রয়েছে ৩৬৬২ টাকা। এর সাথেই গ্রাহকেরা বিনামূল্যে পাবেন Sony LIV, Zee5-এর সাবস্ক্রিপশন।

২) দ্বিতীয় এই প্ল্যানটির বৈধতা থাকবে ৩৬৫ দিন। এতে প্রতিদিন ২ জিবি ডেটা, ১০০ টি এসএমএস, আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। এর সাথে বিনামূল্যে পাবেন SONY LIV সাবস্ক্রিপশন। এই প্ল্যানের দাম ৩২২৬ টাকা।

৩) এই প্ল্যানটির বৈধতা ৩৬৫ দিনের। এই প্ল্যানটিতে গ্রাহকেরা ২.৫ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন। তবে এটার মধ্যে জিও সিনেমা ছাড়া অন্য কোনও OTT সাবস্ক্রিবশন পাওয়া যাবে না। এই প্ল্যানের খরচ মূল্য ২৯৯৯ টাকা।

৪) এই রিচার্জ প্ল্যানের বৈধতা থাকবে ৮৪ দিন। এইটাতে প্রতিদিন ২ জিবি ডেটা, ১০০ টি এসএমএস ও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন। এর সাথে বিনামূল্যে থাকছে SonyLIV, Zee5 এর সাবস্ক্রিপশন। এই প্ল্যানের জন্য লাগবে ৯০৯ টাকা।

৫) এই প্ল্যানে গ্রাহকেরা প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০ টি এসএমএস পেয়ে যাবেন। এতে গ্রাহকরা শুধু পাবেন SonyLIV এর সাবস্ক্রিপশন। এটির জন্য দিতে লাগবে ৮০৬ টাকা।

৬) আর ৮০৫ টাকার রিচার্জ প্ল্যানে সবকিছুই ৮০৬ টাকার প্ল্যানের মতোই। তবে এতে SonyLIV এর সাবস্ক্রিপশনের পরিবর্তে পেয়ে যাবেন Zee5 এর সাবস্ক্রিপশন।