করোনা ভাইরাসের ব্যাপারে মানুষকে সচেতন করে তুলতে হেঁটে সারা দেশ ঘুরলেন ৫৯ বছরের ঠাকুরদাস শাসমল ওরফে দাসুদা। বয়স ৬০- এর দোরগোড়ায় হলেও তা সংখ্যা মাত্র। হাওড়া জেলার উদয় নারায়ণপুরের এই বাসিন্দা পেশায় দিনমজুর। লেখাপড়াও খুব বেশি নয়। তবুও বুঝেছেন করোনা অতিমারির গুরুত্ব। বোঝাতে চাইছেন অন্যকেও।
