Koushik Dutta

করোনা ভাইরাস নিয়ে মানুষকে সচেতন করতে হেঁটেই দেশ ঘুরলেন হাওড়ার বৃদ্ধ

করোনা ভাইরাসের ব্যাপারে মানুষকে সচেতন করে তুলতে হেঁটে সারা দেশ ঘুরলেন ৫৯ বছরের ঠাকুরদাস শাসমল ওরফে দাসুদা। বয়স ৬০- এর দোরগোড়ায় হলেও তা সংখ্যা মাত্র। হাওড়া জেলার উদয় নারায়ণপুরের এই বাসিন্দা পেশায় দিনমজুর। লেখাপড়াও খুব বেশি নয়। তবুও বুঝেছেন করোনা অতিমারির গুরুত্ব। বোঝাতে চাইছেন অন্যকেও।