বলিউডের অভিনেতা অভিনেত্রীরা আমাদের জীবনযাত্রায় বেশ প্রভাব ফেলেন। আমরা অনেক সময় তাদেরকে ফলো করেই চলি। একসময় বলিউডে শারীরিক ফিটনেসের তেমন চল না থাকলেও, বর্তমানে পুরো ইন্ডাস্ট্রি ফিটনেসে খুব মনোযোগ দিয়েছে। নিয়মিত শরীরচর্চার ফলে ত্বকের জেল্লাও থাকে বহুদিন ধরে। আজ তেমনই কয়েকজন অভিনেতা সম্পর্কে বলতে চলেছি, যাদের বয়স বাড়ছে না কমছে বোঝার উপায় নেই। তারা বিবর্তনকে হার মানিয়ে যেন চিরযুবক রয়ে যাবেন।
১) অনিল কাপুর : এই ব্যাপারে প্রথম স্থানাধিকারি হবেন তিনিই। কাপুর বংশের এই সন্তানের বয়স কমছে না বাড়ছে বোঝার কোনো উপায়ই নেই। ৬৫ বছর বয়সেই তার ত্বকের জেল্লা হার মানাবে কোনো তরুণ অভিনেতাকেও।
২) সুনীল শেঠি : ৬০ বছর বয়সি এই তরুণকে দেখে বোঝার উপায়ই নেই যে, তিনি একসময় অভিনয়ের মাধ্যমে বলিউড কাঁপিয়েছেন। আজ তার ফিটনেস দেখে অনুপ্রানিত হন দেশের লাখো যুবক। যেভাবে তিনি নিজেকে গড়ে তুলেছেন, তা সত্যিই প্রশংসনীয়।
৩) সানি দেওল : বর্তমানে যে তার ৬৫ বছর বয়স, সেটা তার ফিটনেস দেখে মোটেই অনুমান করা সম্ভব নয়। দেওল বংশের এই ছেলে পরিশ্রম তো করেনই, চেহারার জৌলুস ধীরে রাখতে ডায়েটেও অনেক বেশি মনোযোগ দেন।
৪) জ্যাকি শ্রফ : টাইগার শ্রফের বাবা জ্যাকি শ্রফকে আমরা সবাই বেশ ভালো করে জানি। এই ৬৫ বছর বয়সেও তিনি রয়েগেছেন সুদর্শন এবং দুর্দান্ত ফিট। এমনকি ফিটনেসের নিরিখে তিনি টেক্কা দিতে পারেন তার ছেলে টাইগার কেও।
৫) অনুপম খের : ৬৬ বছর বয়সী চিরতরুণকে দেখে লজ্জা পান অনেক কম বয়সীই। তিনি সোশ্যাল মিডিয়াতেও নিজের ফিটনেস নিয়ে বেশ অ্যাক্টিভ। তার বিভিন্ন ওয়ার্কআউটের ভিডিওগুলি তিনি শেয়ার করে থাকেন ভক্তদের মাঝে।