7th Pay Commision CM likely to announce DA hike on 15th August for State Government Employees

ফের বাড়ছে DA, এবার কত শতাংশ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর

নিউজশর্ট ডেস্কঃ রাজ্যে মহার্ঘ্য ভাতা নিয়ে বিতর্ক চলছে তো চলছেই। কেন্দ্র যেখানে ৫০ শতাংশ হারে ডিএ দিচ্ছে ও বেশ কিছু রাজ্যেও ৪৬ শতাংশ DA পাওয়া যাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ ও আরও কয়েকটি রাজ্যের কর্মীরা তা পাচ্ছে না। জের জেরেই বিক্ষোভ দেখিয়ে আসছেন রাজ্য সরকারের কর্মীরা। অবশেষে ডিএ আন্দোলনের কাছে নতি স্বীকার করল সরকার।

সম্প্রতি জানা যাচ্ছে, শীঘ্রই মিলতে পারে সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে পারে সুখবর। সপ্তম বেতন কমিশন অনুযায়ী ডিএ ও বকেয়া ডিএ পেতে পারেন সকল কর্মীরা। এমনকি যারা ডিএ আন্দোলনের শুরুর আগেই অবসর নিয়েছেন তাদের জন্যও ভালো খবর। সম্প্রতি সরকারের তরফ থেকে নতুন প্রস্তাব রাখা হয়েছে যার দরুন বর্তমানে কর্মরত থাকা কর্মীদের সাথে অবসর নেওয়া কর্মীদের রীতিমত কপাল খুলে যেতে চলেছে।

কেন্দ্রীয় হারে মিলবে বকেয়া DA ও বেতন

হ্যাঁ এবার থেকে কেন্দ্রীয় হারেই DA দেওয়া হবে। এই প্রস্তাব আসার পর স্বাভাবিকভাবেই খুশি সমস্ত কর্মীরা। জানা যাচ্ছে ১লা জুন ২০১৬ থেকে ৩০ জুন ২০২১ অবধি সময়ের সমস্ত কর্মীদেরই বকেয়া দেওয়া হবে। এবছর থেকেই বকেয়া টাকা ঢুকতে শুরু করেছে। তবে এই ঘোষণা পশ্চিমবঙ্গে নয় বরং মহারাষ্ট্রে করা হয়েছে। মহারাষ্ট্রের ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের কর্মীরা বকেয়া DA ও বেতনের জন্য দীর্ঘদিন ধরেন আন্দোলন করছিলেন। এবার সেই সমস্ত টাকা তাদের দেওয়া হবে।

জানা যাচ্ছে, বর্তমানে থাকা হাজার হাজার কর্মীরা তো বটেই অবসর নেওয়া ১৫০০ কর্মীরাও এই প্রস্তাবের ফলে কেন্দ্রীয় হারে DA ও বেতন পাবেন। তাই এমন একটা খবরে দারুন খুশি সকলেই।

আরও পড়ুনঃ রোজ বসবে না সোনাঝুড়ির হাট! শান্তিনিকেতন যাওয়ার আগে জেনে রাখুন নতুন দিনক্ষণ

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এপ্রিল মাসের বকেয়া DA দেওয়া হয়েছে জুলাই মাসের বেতনে। কিন্তু সেটাকে ভুলভাবে উল্লেখ করা হয়েছে। যার কারণে ভবিষ্যতে অসুবিধার মুখে পড়তে হতে পারে কর্মীদের। এই মর্মে সরকারকে ভুল শুধরে নেওয়ার দাবি করা হয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফ থেকে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X