বলিউড,বিনোদন,অভিনেতা,বরুণ ধাওয়ান,সিদ্ধার্থ মালহোত্রা,অর্জুন কাপুর,ভিকি কৌশল,Bollywood,Entertainment,Actor,Varun Dhawan,Sidharth Malhotra,Arjun Kapoor,Vicky Kaushal

Moumita

ক্যামেরার পেছনে থেকে শুরু হয়েছিল কেরিয়ার, আজ তারাই কাঁপাচ্ছেন বলিউড, রইল এমনই ৮ তারকার পরিচয়

জীবন কখন কোন দিকে মোড় নেয় কেউ জানেনা। বলিউডে আজ যারা ক্যামেরার সামনে নিত্যদিন নতুন নতুন অবতারে হাজির হচ্ছে একটা সময় তাদেরই কেউ কেউ থাকতো ক্যামেরার পিছনে। আজ এমনই ৮ জন বলি তারকারা কথা বলবো যাদের কেরিয়ার ক্যামেরার পেছনে শুরু হলেও বর্তমানে বি টাউনে রাজ করছে তারা।

   

১) বরুণ ধাওয়ান:- নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্টে ডিগ্রী অর্জন করেন বরুণ। এরপর তিনি ২০১০ সালের এসআরকে-কাজল অভিনীত মাই নেম ইজ খান ছবিতে করণ জোহরের সহকারী পরিচালক হিসেবে কাজ করার সিদ্ধান্ত নেন।
বলিউড,বিনোদন,অভিনেতা,বরুণ ধাওয়ান,সিদ্ধার্থ মালহোত্রা,অর্জুন কাপুর,ভিকি কৌশল,Bollywood,Entertainment,Actor,Varun Dhawan,Sidharth Malhotra,Arjun Kapoor,Vicky Kaushal

২) সিদ্ধার্থ মালহোত্রা:- সুঠাম চেহারার অধিকারী সিদ্ধার্থ ১৮ বছর বয়সে মডেলিং শুরু করে। স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবিতে অভিনয় করার আগে তিনিও বরুণের সাথে করণ জোহরের মাই নেম ইজ খান ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন।
বলিউড,বিনোদন,অভিনেতা,বরুণ ধাওয়ান,সিদ্ধার্থ মালহোত্রা,অর্জুন কাপুর,ভিকি কৌশল,Bollywood,Entertainment,Actor,Varun Dhawan,Sidharth Malhotra,Arjun Kapoor,Vicky Kaushal

৩) ভিকি কৌশল:- স্টান্টম্যান এবং অ্যাকশন ডিরেক্টর শাম কৌশলের ছেলে ভিকি কৌশল। ইঞ্জিনিয়ারিং’এর পড়াশোনার খাতিরে ভিকি একবার একটি IT কোম্পানিতে ইন্ডাস্ট্রি ভিজিটে যান। তখনই তিনি বুঝতে পারেন যে, এই ৯-৫ টা’র চাকরি তার জন্য নয়‌। শীঘ্রই তিনি তার বাবার সাথে ফিল্ম সেটে যেতে শুরু করেন এবং ২০১২ সালে গ্যাংস অফ ওয়াসেপুর’এ অনুরাগ কাশ্যপের সাথে সহকারী পরিচালক হিসাবে কাজ করেন।
বলিউড,বিনোদন,অভিনেতা,বরুণ ধাওয়ান,সিদ্ধার্থ মালহোত্রা,অর্জুন কাপুর,ভিকি কৌশল,Bollywood,Entertainment,Actor,Varun Dhawan,Sidharth Malhotra,Arjun Kapoor,Vicky Kaushal

৪) সোনম কাপুর:- তার বাবা অনিল কাপুরের সুপারিশে, ২০০৫ সালে সঞ্জয় লীলা বানসালির ব্ল্যাক ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলেন সোনম। পরবর্তীকালে বানসালীই তাকে সাওয়ারিয়াতে কাস্ট করেছিলেন।
বলিউড,বিনোদন,অভিনেতা,বরুণ ধাওয়ান,সিদ্ধার্থ মালহোত্রা,অর্জুন কাপুর,ভিকি কৌশল,Bollywood,Entertainment,Actor,Varun Dhawan,Sidharth Malhotra,Arjun Kapoor,Vicky Kaushal

৫) পরিণীতি চোপড়া:- পরিণীতি ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে বিজনেস, ফিনান্স এবং অর্থনীতিতে ট্রিপল অনার্স ডিগ্রী অর্জন করেছেন। এরপর বলিউডে পা রেখে তিনি যশ রাজ ফিল্মসের পিআর টিমে কাজ করা শুরু করেন।
বলিউড,বিনোদন,অভিনেতা,বরুণ ধাওয়ান,সিদ্ধার্থ মালহোত্রা,অর্জুন কাপুর,ভিকি কৌশল,Bollywood,Entertainment,Actor,Varun Dhawan,Sidharth Malhotra,Arjun Kapoor,Vicky Kaushal

৬) ভূমি পেডনেকর:- ভূমি অভিনয়ে আসার আগে ছয় বছর YRF-এর জন্য শানু শর্মার সাথে সহকারী কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন।
বলিউড,বিনোদন,অভিনেতা,বরুণ ধাওয়ান,সিদ্ধার্থ মালহোত্রা,অর্জুন কাপুর,ভিকি কৌশল,Bollywood,Entertainment,Actor,Varun Dhawan,Sidharth Malhotra,Arjun Kapoor,Vicky Kaushal

৭) রণবীর কাপুর:- জনপ্রিয় থিয়েটার ‘লি স্ট্রাসবার্গ থিয়েটার’ থেকে মেথড অ্যাক্টিং কোর্স সম্পূর্ণ করার পর রণবীর ভারতে ফিরে আসেন। ফিরে এসে ২০০৫ সালে সঞ্জয়লীলা বানসালির সাথে ব্ল্যাক ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন।
বলিউড,বিনোদন,অভিনেতা,বরুণ ধাওয়ান,সিদ্ধার্থ মালহোত্রা,অর্জুন কাপুর,ভিকি কৌশল,Bollywood,Entertainment,Actor,Varun Dhawan,Sidharth Malhotra,Arjun Kapoor,Vicky Kaushal

৮) অর্জুন কাপুর:- জানিয়ে রাখি অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করার আগে অর্জুন শুধু সহকারী পরিচালক হিসেবেই কাজ করেননি, এমনকি সহকারী প্রযোজক হিসেবেও কাজ করেছেন। একদিকে যেমন তিনি ‘কাল হো না হো’ এবং ‘সালাম-ই-ইশক’এ নিখিল আডবানির সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন অপরদিকে ‘নো এন্ট্রি’ এবং ‘ওয়ান্টেড’এ তার বাবা বনি কাপুরের সহকারী প্রযোজক হিসেবেও কাজ করেছেন।
বলিউড,বিনোদন,অভিনেতা,বরুণ ধাওয়ান,সিদ্ধার্থ মালহোত্রা,অর্জুন কাপুর,ভিকি কৌশল,Bollywood,Entertainment,Actor,Varun Dhawan,Sidharth Malhotra,Arjun Kapoor,Vicky Kaushal