Arijit

দেখুন ভারতের প্রথম বিশ্বকাপ জয় ‘৮৩’ সিনেমার টেলর, লোম খাঁড়া হয়ে যাবে আপনার

ভারত প্রথম বার বিশ্বকাপ জিতেছিল 1983 সালে কপিল দেবের নেতৃত্বে। তার 28 বছর পর 2011 সালে ফের ভারত বিশ্বকাপ জেতে মহেন্দ্র সিং ধোনির হাত ধরে। এখনকার জেনারেশন হয়তো 2011 বিশ্বকাপ খুব ভালোভাবেই মনে রেখেছে। তবে 1983 সালে ভারত যে কতটা সংগ্রামের মধ্যে দিয়ে বিশ্বকাপ জিতেছিল তা অনেকেরই অজানা।

   

ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের জীবনী নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে একটি সিনেমা। আগামী 24 শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের ঠিক আগে সিনেমা হলে রিলিজ করতে চলেছে সেই সিনেমা। ইতিমধ্যেই সিনেমার ট্রেলার রিলিজ করেছে ইউটিউব প্লাটফর্মে।

এই টেলার দেখেই বোঝা যাচ্ছে 1983 সালে ঠিক কতটা সংগ্রাম করে বিশ্বকাপ জিততে হয়েছিল ভারতীয় দলকে। সেই সময় নানা প্রতিকূলতা ঘিরে ধরেছিল টিম ইন্ডিয়াকে। কোন ভারতীয় সমর্থকই হয়তো ভাবতে পারেনি যে আমরাও শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জিততে পারি। তবে সেই অবিশ্বাস্য ঘটনায় সত্যি করে দেখিয়েছিলেন কপিল দেব। এই টেলার দেখে যে কোন ভারতীয় ক্রিকেট ভক্তর লোম খাড়া হয়ে যাবে কারণ এখানে দেখা গিয়েছে তৎকালীন টিম ইন্ডিয়ার এক হার না মানা সংগ্রাম।