8th Pay Commision Big Update on minimum salary

নভেম্বরেই সুখবর, বকেয়া DA এখন সময়ের অপেক্ষা মাত্র, বৈঠকে বসছে সরকার

পার্থ মান্নাঃ এবছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একেরপর এক সুখবর এসেই চলেছে। দুর্গাপুজোর পরেই এসেছে DA বৃদ্ধির ঘোষণা। ৪% এর আশা করলেও ৩% বাড়ানো হয়েছে মহার্ঘ ভাতা। যার ফলে এখন ৫৩% DA পাচ্ছেন সমস্ত কেন্দ্রীয় সরকারের কর্মীরা। তবে এরই মাঝেই আরও একটি সুখবর শোনা যাচ্ছে। অনেকেই ভাবছিলেন সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হতে চলেছে তাহলে কবে গঠন হবে অষ্টম বেতন কমিশনের। এবার সেই সম্পর্কেই বড় আপডেট মিলল। খবর শুনলে আপনিও যদি কেন্দ্রীয় সরকারি কর্মী হন তাহলে খুশিতে লাফিয়ে উঠতে পারেন।

কবে আসছে অষ্টম বেতন কমিশন (8th Pay Commision)

২০১৪ সালে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ার পর সপ্তম বেতন কমিশন গঠিত হয়। এরপর থেকে ২০২৪ পর্যন্ত দশ বছর কেটে গিয়েছে তবে এখনও নতুন বেতন কমিশনের সম্পর্কে কোনো আপডেট মেলেনি। যদিও এবার আশা করা হচ্ছে গঠিত হতে পারে অষ্টম পে কমিশন। সব কিছু ঠিক থাকলে আগামী নভেম্বর মাসেই বৈঠকের আয়োজন হতে পারে। সেখানেই হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী নভেম্বর মাসের জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারি বৈঠকে দরকার থেকে শুরু করে কেন্দ্রীয় কর্মীদের প্রতিনিধিরা থাকবেন। তাই সেখানেই হয়তো অষ্টম বেতন কমিশন গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। আর সেটা হলেই নূন্যতম বেতন ফের বেড়ে যাবে।

ফের বাড়বে বেতন

নতুন পে কমিশন গঠন হওয়া মানেই সরকারি কর্মীদের জন্য সুখবর। তাই অষ্টম বেতন কমিশন তৈরি হলে কয়েক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনহোল্ডারেরা উপকৃত হবেন। একদিকে যেমন মাইনে বেড়ে যাবে তেমনি মহার্ঘ ভাতার পরিমাণও বেড়ে যাবে। তাহলে নতুন বেতন কমিশনের আওতায় নূন্যতম মাইনে হবে কত টাকা? চলুন জেনে নেওয়া যাক হিসাব।

২০১৬ সালের ১ লা জানুয়ারি সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর হয়। সেই সময় আন্তর্জাতিক শ্রম কমিশন বিধি ও ডঃ এইক্রয়ড ফর্মুলা অনুযায়ী নূন্যতম বেতন ২৬০০০ টাকা করার দাবি রাখা হয়। যদিও সেটা মণ হয়নি বরং ১৮ হাজার টাকা নূন্যতম বেতন ধার্য্য করা হয়।

তবে এবার যদি সরকার গতবারের ফর্মুলা মেনে নেয় তাহলে অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম বেতন হবে ৩৪.,৫৬০ টাকা। অর্থাৎ ১৮ হাজার থেকে একধাক্কায় ২০,০০০ টাকা মাইনে বৃদ্ধি পেতে পারে। এখন বাস্তবে কি হয় সেটাই দেখার।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X