নিউজশর্ট ডেস্কঃ ইন্টারনেট(Internet) ছাড়া এখন একমুহূর্ত চলে না সাধারণ মানুষের। যেকোনো দরকারী কাজ থেকে শুরু করে নিজেদের বিনোদনের জন্য সবকিছুতেই প্রয়োজন ইন্টারনেট। নিজেদের ইন্টারনেটের চাহিদা মেটাতে মোবাইলে ডাটা প্ল্যান রিচার্জ করার পাশাপাশি অনেকেই ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে থাকেন। এই ব্রডব্যান্ড পরিষেবার মধ্যে একটি জনপ্রিয় নাম হল অ্যালায়েন্স ব্রডব্যান্ড(Alliance Broadband)। এই সংস্থার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্ল্যান রয়েছে।
আর এবার ব্রডব্যান্ড পরিষেবাতেও নিজেদের আধিপত্য কায়েম করার জন্য এন্ট্রি নিয়েছে রিলায়েন্স জিও(Jio)। একেবারে নতুনভাবে সম্পূর্ণ ওয়ারলেস পরিষেবা দিয়ে থাকে জিও। উপরিউক্ত দুই পরিষেবার মধ্যে অনেক পার্থক্য থাকলেও অ্যালায়েন্স এবং জিও এয়ার ফাইবারের(Jio Air Fibre) মধ্যে সবচেয়ে সস্তা প্ল্যান কি আছে এবং তার সুবিধা কি সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
অ্যালায়েন্স ব্রডব্যান্ড প্ল্যানের দাম ও সুবিধা: এর মধ্যে সবথেকে সস্তা প্ল্যান এর নাম হলো Launcher। এই প্ল্যানে ৪০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট পাওয়া যাবে। এই প্ল্যানের বৈধতা থাকবে ৩০ দিন। এর মধ্যে আনলিমিটেড ডাটা থাকলেও কোনো ভয়েস কলিং এর সুবিধা থাকবে না। এই প্ল্যান এর জন্য আপনাকে খরচ করতে হবে ৪২৫ টাকা ও তার সঙ্গে জিএসটি। আবার এই প্ল্যানের সঙ্গে দুটো OTT সাবস্ক্রিপশন ফ্রিতে পাওয়া যাবে। একটি হলো Hungama ও Live TV ।
আরও পড়ুন: ১ বছরের প্ল্যানে আরো ২৩ দিন এক্সট্রা, সস্তার অফার নিয়ে এসেছে Jio, রোজ মিলবে ২.৫ জিবি ডেটা
জিও এয়ারফাইবার প্ল্যানের দাম ও সুবিধা: এটি সম্পূর্ণ ওয়ারলেস পরিষেবা দেবে। যেখানে ৩০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা মিলবে। এই প্ল্যানের বৈধতা থাকবে ৩০ দিন। অর্থাৎ বোঝাই যাচ্ছে ডেটা স্পিডের ক্ষেত্রে ১০MBPS এগিয়ে রয়েছে। এই প্ল্যানে 550টির বেশি TV চ্যানেল এবং 14টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। এই OTT হল – JioCinema, Netflix, Disney+Hotstar, Lionsgate Play, ZEE5, Discovery+, Hoichoi, Sun NXT, ShemarooMe, Universal, Docubay, ALTBalaji, Eros Now এবং Epic On। এর জন্য আপনাকে খরচ করতে হবে ৫৯৯ টাকা।
জিও ফাইবারের প্ল্যানের দাম ও সুবিধা : এটি সম্পূর্ণ ওয়ারলেস নয়। এর মধ্যে সবথেকে কম খরচের যে প্ল্যানটি রয়েছে সেটি জিও এয়ার ফাইবার এবং অ্যালায়েন্স ব্রডব্যান্ডের থেকেও সস্তা। এই এই প্ল্যানে ৩০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট পাওয়া যায়। এক্ষেত্রে ডাউনলোড ও আপলোড স্পিড দুটোই ৩০ এমবিপিএস থাকবে। এর পাশাপাশি ফ্রি ভয়েস কলের সুবিধা থাকছে। এর সঙ্গে কোন OTT বা অনলাইন স্ট্রিমিং-এর সুবিধা নেই। এর জন্য আপনাকে খরচ করতে হতে পারে ৩৯৯ টাকা এবং সঙ্গে জিএসটি।