নিউজ শর্ট ডেস্ক: টিআরপি তালিকায় রাজ করতেই প্রত্যেক সপ্তাহেই বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলোর মধ্যে চলতে থাকে এক ধরনের নীরব প্রতিযোগিতা। বিশেষ করে স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলা (Zee Bangla) এই দুটি চ্যানেলের বাংলা সিরিগুলোর (Bengali Serial) মধ্যেই সেরার শিরোপা নিয়ে চলতে থাকে দড়ি টানাটানির খেলা। তবে এখনকার দিনে TRP-র অভাবেই নির্দিষ্ট সময়ে বন্ধ করে দেওয়া হচ্ছে বেশিরভাগ সিরিয়াল।
এই ভাবেই ঘুরছে এখনকার বেশীরভাগ বাংলা সিরিয়ালের চাকা। নতুনকে জায়গা দিতেই পুরনোকে জায়গা ছাড়ার এই ট্রেন্ডটাই দেখা যাচ্ছে বেশিরভাগ চ্যানেলে। তাই প্রায় প্রত্যেক মাসেই আসছে একের পর এক নতুন সিরিয়াল। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল স্টার জলসার পর্দায় আসছে বেশ কিছু নতুন ধারাবাহিক।
জানা যাচ্ছে মিসিং স্ক্রু প্রোডাকশন হাউজের একটি নতুন সিরিয়াল আসছে। এই ধারাবাহিকে নায়ক নায়িকা হচ্ছেন জনপ্রিয় অভিনেতা সোমরাজ মাইতি আর অভিনেত্রী ইন্দ্রানী ভট্টাচার্য। এছাড়াও আসছে বাংলা টকিজ প্রোডাকশন হাউজের অন্য একটি সিরিয়াল। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই নতুন সিরিয়ালের প্রোমো। যার নাম ‘কথা’ (Kotha)।
এই ধারাবাহিকে প্রধান ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্য। আর তার বিপরীতে নায়িকার চরিত্রে দেখা যাবে পঞ্চমী অভিনেত্রী সুস্মিতা দে-কে। সদ্য এই সিরিয়ালের প্রোমো প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে এবার এল এক খারাপ খবর।
আরও পড়ুন: পরাগের থেকে টাকা পেতেই দারুন সিদ্ধান্ত! ‘ন্যাকা’ শিমুলের প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এই দুই মেগার সম্প্রচার করা হবে না। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? জানা যাচ্ছে মিসিং স্ক্রু প্রোডাকশন হাউজের ধারাবাহিকটি শুরু হওয়ার কথা ছিল ১৪ই নভেম্বর থেকে। সেটা পিছিয়ে করা হয়েছে ২৮ নভেম্বর।
আর বাংলা টকিজের নতুন ধারাবাহিক শুটিং শুরু হওয়ার কথা ছিল ১০ নভেম্বর থেকে। কিন্তু চ্যানেল তা পিছিয়ে ২৬ নভেম্বর করে দিয়েছে। তবে ধারাবাহিকের শুটিং এমন ভাবে পিছিয়ে যাওয়ায় বেশ অনিশ্চিত অবস্থায় রয়েছেন এই ধারাবাহিকের নায়ক নায়িকারা।