নিউজ শর্ট ডেস্ক: স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত ব্লকবাস্টার হিট একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হলো ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। টানা ১১ মাস ধরে এই ধারাবাহিকটি টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছে। কিন্তু ইদানিং এই সিরিয়ালের একঘেয়ে গল্প দেখে আকর্ষণ হারাতে শুরু করেছেন অধিকাংশ দর্শক।
তাই দর্শক ফেরাতে সম্প্রতি সিরিয়ালে এন্ট্রি নিয়েছেন জনপ্রিয় টলিউড অভিনেতা নায়ক অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। প্রসঙ্গত বাংলা সিরিয়ালে দ্বিতীয় নায়কের এন্ট্রির ঘটনা নতুন নয় একেবারেই। ইতিপূর্বে এই ঘটনা দেখা গিয়েছে বেশ কিছু সিরিয়ালে। যার ফলে গুরুত্ব হারিয়েছে প্রথম থেকেই প্রধান নায়কের চরিত্রে অভিনয় করা অভিনেতারা।
এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায় স্টার জলসার ‘আলতা ফড়িং’ কিংবা ‘এক্কা দোক্কা’র কথা। এছাড়াও তালিকায় রয়েছে জি বাংলার সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’ও। এই সিরিয়ালেও প্রধান নায়ক নীল নায়ক ছাড়াও কিছুদিন আগেই এন্ট্রি হয়েছিল নতুন নায়ক জিষ্ণুর। আর তারপর থেকে অনেকটাই জনপ্রিয়তা কমেছে প্রধান নায়ক নীলের।
এবার তেমনি প্রশ্ন উঠছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অর্জুনের এন্ট্রি হওয়াতে কি এবার জনপ্রিয়তা কমে যাবে পর্দার ডক্টর সূর্য সেনগুপ্তর? এই বিষয়ে কি বলছেন খোদ অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)? তা জানতেই সম্প্রতি টিভি নাইন বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল পর্দার সূর্য সেনগুপ্তর সাথে।
আরও পড়ুন: শুরুর আগেই শেষ! প্রোমো আসতেই বন্ধ হয়ে গেল নতুন এই সিরিয়ালের শুটিং
অভিনেতা অর্জুন সেনগুপ্ত প্রসঙ্গে দিব্যজ্যোতি বলেছেন ‘আমার মধ্যে কোনও ইগো নেই। আর ইগো নেই বলেই আমার মধ্যে হিংসা নামের অনুভূতি জায়গা পায় না। অর্জুনদাকে আমি প্রচণ্ড ভালবাসি। তিনি যখন ‘গানের ওপারে’ ধারাবাহিককে অভিনয় করতেন, আমি স্কুলে পড়তাম। এই সিরিয়ালটি বাংলা টেলিভিশনের সম্পদ। আর অর্জুনদা আমার অনুপ্রেরণা।’
আরও পড়ুন: পরাগের থেকে টাকা পেতেই দারুন সিদ্ধান্ত! ‘ন্যাকা’ শিমুলের প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা
সেইসাথে অভিনেতার সংযোজন ‘ মেকআপ রুমে মেকআপ করতে-করতে আমাদের মধ্যে ভাই-দাদার সম্পর্ক গড়ে উঠেছে। তিনি অনেক কিছু জানেন। আমি প্রতিদিন তাঁর থেকে অনেক কিছু শিখি।আর যদি পর্দার কথা বলেন, আমার মা বলেছে, কখনও হিংসা করবি না। হিংসা করলে বড় হতে পারবি না। আমি আমার জায়গায়। অর্জুনদা অর্জুনদার জায়গায়। দু’জনেই দারুণ অভিনয় করলে সিরিয়াল এগিয়ে যাবে আগের জায়গায়।’