স্মার্ট হবে বাংলার প্রতিটি ঘর! বিশ্ব বাণিজ্য সম্মেলনে মমতাকে প্রতিশ্রুতি JIO কর্তা আম্বানির

নিউজশর্ট ডেস্কঃ বাংলায় বাণিজ্য আরো উন্নত করে তোলার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে বিশ্বের তাবড় তাবড় শিল্পপতিরা উপস্থিত ছিলেন। এদের মধ্যেই উপস্থিত ছিলেন এশিয়ার অন্যতম ধনকুবের মুকেশ আম্বানি। এদিন রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি(Mukesh Ambani) বিশ্ব বাণিজ্য সম্মেলনে এসে বাংলার জন্য একাধিক ঘোষণা করেছেন তিনি।

এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করেন। এর পাশাপাশি আগামী দিনে পশ্চিমবঙ্গের জন্য তিনি কি কি পরিকল্পনা গ্রহণ করেছেন সেটাও খোলসা করেছেন। আগামী দিনের বাংলার প্রতিটি ঘরকে স্মার্ট বানানোর প্রসঙ্গে উঠে এসেছে তার কথাবার্তার মধ্যে। কিভাবে এই কাজ করবেন মুকেশ আম্বানি? তার কথা অনুযায়ী বাংলার প্রতিটি ঘর এবার স্মার্ট হয়ে যাবে।

জিও এয়ার ফাইবারের হাত ধরে বাংলা আরো বেশি উন্নত হবে। ব্রডব্যান্ড পরিষেবায় জিও এয়ার ফাইবার আরো অত্যাধুনিক পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আর এই পরিষেবায় আগামী দিনে বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিয়েছেন মুকেশ আম্বানি। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই বাংলার বেশিরভাগ জায়গাতেই জিওর ৫জি পরিষেবা রোলআউট হয়ে গিয়েছে।

আরও পড়ুন: এবার ট্রেনের টিকিট বাতিল করলেই দিতে হবে এত বেশি টাকা! নিয়ম বদল করল IRCTC

আর যে সমস্ত জায়গায় এখনো বাকি আছে সেখানেও খুব শীঘ্রই জিও এয়ার ফাইবার তাড়াতাড়ি পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। জিও এয়ার ফাইবার পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকদের ১০০০ টাকা ইনস্টলেশন চার্জ দিতে লাগবে। তবে কেউ যদি দীর্ঘমেয়াদী প্ল্যান গ্রহণ করেন তাহলে ওই গ্রাহকের ইনস্টলেশন চার্জ ফ্রি করে দেওয়া হবে।

Papiya Paul

X