নিউজ শর্ট ডেস্ক: বাংলা সিনেমার (Bengali Cinema) একজন দাপুটে অভিনেতা হলেন খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee)। তাঁর মোক্ষম কমিক ডোজে ঘায়েল ৮ থেকে ৮০ সকলেই।সিনেমা-নাটক-গান সব ক্ষত্রেই সমান দক্ষতা রয়েছে তাঁর। তবে বহুমুখী প্রতিভার অধিকারী এই অভিনেতাকে বাংলা সিনেমার দর্শক কৌতুক চরিত্রেই দেখতে বেশি পছন্দ করেন। সিনে প্রেমীদের কাছে খরাজ মুখোপাধ্যায় মানেই অত্যন্ত প্রাণখোলা হাসিখুশি একজন মজার মানুষ।
অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি এইসময়ের সাথে এক খোলামেলা আড্ডায় বসেছিলেন অভিনেতা। দীর্ঘদিনের অভিনয় জীবনে এই প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন খরাজ। ২৪ নভেম্বর শুক্রবার মুক্তি পেয়েছে ‘বগলা মামা যুগ যুগ জিও’ (Bagala Mama Jug Jug Jio)। এই সিনেমায় একজন আধবুড়ো মানুষের ছেলেমানুষি করার বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে। যে ভুল ভ্রান্তি করে, কান্নাকাটিও করে।
তবে অভিনেতা মনে করেন এই সুযোগটাই আরও কম বয়সে পেলে তিনি আরো জমিয়ে করতে পারতেন। দীর্ঘ দিনের অভিনয় জীবনে এই প্রথম মুখ্য চরিত্রে সুযোগ পাওয়া নিয়ে এদিন আফসোস ঝরে পড়ল অভিনেতার গলায়। তাঁর কথায় ‘বিভিন্ন ভাবে চেষ্টা করে গিয়েছি। ক্যামেরার ওপারের লোকরা মনে করেননি আমায় মুখ্য চরিত্রে নেওয়া যায়। এতদিনে যোগ্য মনে করেছেন। বিষয়টাকে এভাবেই দেখি।’ এছাড়া এই সিনেমার পরিচালক তাকে বলেছেন তিনি ঠিক এই বয়সটাই চেয়েছিলেন যখন তাকে দাদা নয় মামা বলা যায়।
পর্দায় অত্যন্ত রগুরে মানুষ হলেও ব্যক্তিগত জীবনে তিনি ঠিককেমন? এ প্রসঙ্গে অতীতের এক ঘটনার উদাহরণ দিয়ে অভিনেতা বলেছেন ‘এক অভিনেত্রী বলেছিলেন খরাজের মধ্যে অভিনেতা সুলভ কোনো গুণই নেই। হয়তো ঠিকই বলেছিলেন আমি অত্যন্ত সাধারণ জীবন যাপন করি। দাড়ি কাটতে চাই না, প্রয়োজনে বাসন মাজি। জীবনে আমার একটাই লক্ষ্য পা-টা যেন মাটিতে থাকে’।
আরও পড়ুন: বদলে যাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’র গল্প! সূর্যকে ভুলে অর্জুনের সাথে শুরু দীপার নতুন অধ্যায়
আসলে অভিনেতা সচেতনভাবে সাধারণ জীবন যাপন করেন না। ছোটবেলাতেই তার মধ্যে এই জীবনবোধ ইনজেক্ট করে দেওয়া হয়েছিল। এক্ষেত্রে তিনি সম্পূর্ণভাবে তাঁর বাবার শিক্ষায় শিক্ষিত। এছাড়া অভিনেতার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানা যায় বিয়ের পর তাঁর বাবা তাকে প্রায় ত্যাজ্যপুত্র করেছিলেন। কারণ জানিয়ে অভিনেতা বলেছেন ‘আমি রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের সন্তান। অব্রাহ্মণ মেয়ে বিয়ে করায় বাড়ি ছাড়তে হয়েছিল। ব্যাপারটা ত্যাজ্য করার দিকে চলে যায়। পরে তাঁর বড়দা সব মিটমাট করান।