নিউজ শর্ট ডেস্ক: ঘুরতে যাওয়ার জন্য বাঙালিদের কোন মরসুমের প্রয়োজন হয় না। শীত-বর্ষা যে কোন মরসুমেই ভ্রমণ পিপাসু বাঙালি বাক্স-প্যাটরা গুছিয়ে এক ছুটে চলে যায় পাহাড়ের কোলে। এমনিতে দার্জিলিংয়ের প্রতি বাঙালির আকর্ষণ আজকের নয়। সাধারণ মানুষ তো বটেই এই দার্জিলিংয়ের (Darjeeling) প্রেমে পড়েছেন বহু কবিও। এবার এই দার্জিলিং নিয়েই এক বড়সড় ঘোষনা করলেন খোদ রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এই শৈল শহরের টানেই বছর বছর ছুটে আসেন দেশ-বিদেশি বহু পর্যটক। এখন সকলের কাছেই দার্জিলিং এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে অগ্রিম বুকিং না করলে হোটেলের টিকিট সহ অন্যান্য কোন সুবিধা পাওয়া যায় না। আর এবার রাজ্যে একই রকম ভাবে দ্বিতীয় দার্জিলিং (Second Darjeeling) তৈরীর পরিকল্পনা শুরু করে দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর এই নতুন পরিকল্পনার পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গে গড়ে উঠবে নতুন পর্যটন কেন্দ্র। এই খবর শোনার পর থেকেই দারুন উৎসাহিত বঙ্গ-বাসী।সকলেই জানতে চাইছেন ঠিক কোথায় তৈরি হবে বাংলার এই নতুন দার্জিলিং? সেকথা জানিয়েও নিজের ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
তাঁর পরিকল্পনা অনুযায়ী যে নামগুলির উঠে আসছে তা হলো কালিম্পং,কার্শিয়াং অথবা মিরিক। আসলে এই এলাকার আবহাওয়াও খানিকটা দার্জিলিং এর মতই। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ‘দার্জিলিং কালিম্পং কার্শিয়াং এবং মিরিকের ঠাণ্ডা আবহাওয়ায় আইটি সেক্টরের বিকাশ হওয়া উচিত। বিশেষ করে আমাদের একটা নতুন দার্জিলিং তৈরি করতেই হবে।‘
আরও পড়ুন: কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে এই মনোরম পার্ক! শীতেই জমিয়ে করুন পিকনিক
প্রসঙ্গত বুধবার অনুষ্ঠিত সপ্তম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে দার্জিলিংকে নতুন ভাবে সাজিয়ে তোলার কথা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো। এই বাণিজ্য সম্মেলনে বসেছিল চাঁদের হাট। হাজির ছিলেন দেশ বিদেশের বহু ব্যবসায়ীরা। দুই দিনের ওই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ১৮৮টি সমঝোতা স্মারক (MOU) এবং লেটার অফ ইনটেন্ট (এলওআই) স্বাক্ষরিত হয়েছে।
জানা গেছে বহু শিল্পপতি বাংলায় বিনিয়োগ করতে রাজি হয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায় মোট ৩,৭৬,২৮৮ কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব পাওয়া এসেছে বিভিন্ন মহল থেকে।