সাধারণ মানুষের জন্য বড় পদক্ষেপ, স্বাস্থ্যসাথী কার্ডের নিয়মে বিরাট পরিবর্তন সরকারের

নিউজশর্ট ডেস্কঃ রাজ্য সরকারের(State Government) তৈরি করা অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্প(Swasthya Sathi Prakalpa)। ইতিমধ্যেই এই প্রকল্পে প্রচুর সাধারণ মানুষ সুবিধা পেয়েছেন। তবে এবার স্বাস্থ্যসাথী প্রকল্পের নিয়মে বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। আর এই নিয়ম পরিবর্তন ডাক্তারদের জন্য।

এখন থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পে কোন পরিষেবা দিতে হলে সেই সংশ্লিষ্ট ডাক্তারকে রাজ্য মেডিকেল কাউন্সিলের নথিভুক্ত করতে হবে। যদিও ভিন রাজ্যের রেজিস্ট্রেশন থাকা ডাক্তারদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য রয়েছে। কিন্তু অন্য রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর নিয়ে এখানে চিকিৎসা পরিষেবা দিতে চাইলে সেই ডাক্তারকে কাজ শুরুর ছয় মাসের মধ্যে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত করাতে হবে।

কেন করা হয়েছে এই পরিবর্তন? আসলে স্বাস্থ্যসাথী আওতায় চিকিৎসা সম্পর্কিত কোন অভিযোগের তদন্ত বা বিল চেকের সময় সেই চিকিৎসকের খোঁজ পেতে সমস্যা হয়। এর কারণ অনেক সময় সেই ডাক্তার শুধুমাত্র তার রেজিস্ট্রেশন নম্বর লিখে ছেড়ে দেন। এই একটি নম্বর দেখে খোঁজ করতে গিয়ে দুজন ডাক্তারের সন্ধান মিলছে। দেখা যাচ্ছে তাদের মধ্যে একজন ডাক্তারের রেজিস্ট্রেশন আবার অন্য রাজ্যে।

আরও পড়ুন: স্মার্ট হবে বাংলার প্রতিটি ঘর! বিশ্ব বাণিজ্য সম্মেলনে মমতাকে প্রতিশ্রুতি JIO কর্তা আম্বানির

তিনি অন্য রাজ্য থেকে এসে বাংলায় কাজ করলেও রাজ্য মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত করেননি। তাই এবার নতুন নিয়ম অনুযায়ী স্বাস্থ্যসাথী প্রকল্পের চিকিৎসা পরিষেবা দিতে হলে সেই ডাক্তারকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন করাতে হবে। অন্যথায় ওই বিল আটকে যেতে পারে।

Darjeeling

এর পাশাপাশি রাজ্য মেডিকেল কাউন্সিলের অনুমোদন নেই এমন ডাক্তারকে দিয়ে যাতে স্বাস্থ্যসাথী প্রকল্পের কাজ করানো না হয় সেই বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালগুলোকে। রাজ্য স্বাস্থ্য দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজ্যের সব চিকিৎসককে অবশ্যই বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যসাথী পোর্টালে নাম রেজিস্টার করতে হবে এবং আধার ও প্যান কার্ডের নম্বর দিতে হবে।

Papiya Paul

X