নিউজশর্ট ডেস্কঃ ব্যাঙ্ক অ্যাকাউন্টে(Savings Account) টাকা না থাকলে সেই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা সম্ভব নয়। এই তথ্য আমরা কমবেশি সকলেই জানি। কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও আপনি ১০ হাজার টাকা তুলতে পারবেন। নিশ্চয়ই শুনে অবাক হচ্ছেন, এটা অবাক হবার মতই কথা। তবে এই তথ্য একেবারেই সত্যি।
আপনার যদি জন ধন অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি অবশ্যই এই সুবিধা পেয়ে যাবেন। দেশের সমস্ত নাগরিককে ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রধানমন্ত্রী জনধন যোজনা(Pradhan Mantri Jan Dhan Yojana- PMJDY) চালু করেছিলেন। ২০১৪ সালে এটি চালু করা হয়েছিল। এই যোজনায় অ্যাকাউন্ট খুললে একাধিক সুবিধা পাওয়া যাবে। যার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে ওভার ড্রাফ্ট পরিষেবা।
এর জন্য দরকার পড়লে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ব্যালেন্স না থাকে তাহলেও ব্যাঙ্ক থেকে ১০ হাজার টাকা তুলতে পারবেন। এই যোজনাতে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা যায়। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলেও কোন চার্জ কাটা হয় না। পাশাপাশি এই যোজনাতে জীবন বীমা, দুর্ঘটনা বীমা, চেকবুক এবং পাসবুক সবকিছু সুবিধা পাওয়া যায়। এই যোজনায় অ্যাকাউন্টে টাকা না থাকলেও আপনি ১০০০০ টাকার ওভার ড্রাফট পরিষেবা পাবেন।
আরও পড়ুন: কোনোদিন হবে না লোকসান, ব্যবসা শুরু করার সাথেই ইনকাম শুরু, মাসে ইনকাম কয়েক লাখ
এই টাকাটা অনেকটা কম সময়ের লোনের মত। একটা জিনিস মনে রাখবেন এই সুবিধা পাবার জন্য জনধন অ্যাকাউন্ট কমপক্ষে ৬ মাসের হতে হবে। আর যদি ৬ মাসের অ্যাকাউন্ট না হয় তাহলে সেক্ষেত্রে ২ হাজার টাকার ওভার ড্রাফট সুবিধা পাওয়া যাবে। একটা জিনিস মাথায় রাখবেন এই ওভার ড্রাফট সুবিধা পাওয়ার জন্য আপনার বয়স ৬৫ বছরের বেশি হতে পারে। এক্ষেত্রে এই সুবিধা নিলে তার ওপর সামান্য সুদ দিতে হয়।
আরও পড়ুন: মাসের শেষে টাকার দরকার! তুলে ফেলুন PF-র টাকা, সবথেকে সহজ পদ্ধতি জেনে নিন
আপনি চাইলে আপনার পুরনো সেভিংস অ্যাকাউন্টকে এই জনধন অ্যাকাউন্টে বদলে নিতে পারেন। এই অ্যাকাউন্ট খোলার জন্য আধার কার্ড এবং প্যান কার্ডের প্রয়োজন আছে। এই অ্যাকাউন্টে মোবাইল ব্যাংকিং-এর সুবিধা একেবারে বিনামূল্যে পাওয়া যায়। এক্ষেত্রে প্রত্যেক গ্রাহক ২ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাবেন। এখানে ক্যাশ তোলার জন্য এবং শপিংয়ের জন্য রূপে কার্ড পাওয়া যায়। আর এখানে সেভিংস অ্যাকাউন্টের সমান সুদ মিলবে।