নিউজশর্ট ডেস্কঃ সাধারণ মানুষের সুবিধার্থে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের(West Bengal Government) তরফ থেকে নানা রকমের প্রকল্প চালু করা হয়েছে। যার মধ্যে অন্যতম একটি প্রকল্প হল ‘রূপশ্রী প্রকল্প'(Rupasree Scheme)। এই প্রকল্পের মাধ্যমে দেশের গরীব পরিবারের কন্যাদের প্রথমবার বিয়ের জন্য অর্থ প্রদান করা হয়। এর ফলে যেসব গরিব বাবা-মায়েরা তাদের কন্যা সন্তানকে বিয়ে দিতে পারছেন না তাদের অনেকটাই সুবিধা হয়।
তবে এক্ষেত্রে সরকারের কিছু নিয়ম-কানুন রয়েছে। যেগুলো সব ঠিকঠাক থাকলে এই প্রকল্প থেকে টাকা পাওয়া যাবে। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় রূপশ্রী প্রকল্পে যে সমস্ত পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম তাদের ক্ষেত্রে মেয়ের প্রথমবার বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এক্ষেত্রে ১৮ বছর বয়সী অবিবাহিতা মেয়ে প্রথম বিয়ের জন্য আবেদন করতে পারবেন এই প্রকল্পে। পাত্রের বয়স হতে হবে ২১ বছর। অর্থাৎ দুজনকেই সাবালক হতে হবে।
এরপরে আবেদনকারীকে জন্মসূত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, অথবা গত পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে বা তার বাবা-মাকে বাংলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর নিজের নামে ব্যাংক একাউন্ট অবশ্যই থাকতে হবে। সমস্ত উপযুক্ত কাগজপত্র সহ আবেদনপত্র ভিডিও বা এইসডিও অফিসে বা পুরো কমিশনারের অফিসে এসে জমা করতে হবে। আর বিয়ের একমাস বা দুমাস আগে এই সমস্ত কাজ সম্পূর্ণ করতে হবে।
আরও পড়ুন: রাজ্য সরকারের এই প্রকল্পে একাউন্টে ঢুকবে ৫ হাজার টাকা, কারা পাবেন এই সুবিধা?
চলুন তাহলে দেখে নেওয়া যাক এক্ষেত্রে আবেদনের জন্য কি কি নথিপত্র প্রয়োজন?
পারিবারিক আয়ের প্রমাণপত্র,
আবেদনকারীর বয়সের প্রমাণপত্র এক্ষেত্রে বার্থ সার্টিফিকেট বা ভোটার কার্ড বা প্যান কার্ড বা মাধ্যমিকের এডমিট কার্ড বা আধার কার্ড দেওয়া যেতে পারে।
এরপর আবেদনকারীর বৈবাহিক অবস্থার প্রমাণ হিসেবে ঘোষণা পত্র।
ব্যাংকের পাস বইয়ের কপি যেটার মধ্যে প্রয়োজনীয় তথ্য সহ আই এফ এস কোড, এমসিআই কোড ইত্যাদি রয়েছে।
এরপর আবেদনকারী ও পাত্রের রঙিন পাসপোর্ট ফটো লাগবে।
বিয়ের প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র প্রয়োজন রয়েছে।
সমস্ত নথিপত্র সঠিকভাবে সরকারের অফিসে জমা করলে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে অনুদান পাওয়া যাবে।