নিউজশর্ট ডেস্কঃ সকলকে চমকে দিয়ে ফের শিরোনামে জায়গা করে নিয়েছে টাটা গ্রুপ(Tata Group)। এই মুহূর্তে অন্যান্য বিদেশী গাড়ির কোম্পানির সঙ্গে টাটা গ্রুপের টাটা মোটরস(Tata Motors) যে টক্কর দিচ্ছে তা বোঝাই যাচ্ছে। এখন যেমন প্রায় সব বিদেশি কোম্পানিগুলোই ইলেকট্রিক গাড়ি আনছে এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে টাটা মোটরস।
সম্প্রতি ভারতের অন্যতম জনপ্রিয় গাড়ি নির্মাণ কোম্পানি টাটা মোটরস নেক্সন, সাফারি এবং হ্যারিয়ার-এর মতো বৈদ্যুতিক গাড়ি এনে সকলকে চমকে দিয়েছেন। আর এবার শোনা যাচ্ছে, টাটা সুমোকে বৈদ্যুতিক অবতারে চালু করার প্রস্তুতি দিচ্ছে টাটা মোটরস। আর এই ইলেকট্রিক গাড়ির ছবি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে গিয়েছে, যা দেখে চমকে গিয়েছে সকলে।
Tata Sumo EV Render একটি দুর্দান্ত ডিজাইনের সাথে মার্কেটে আসতে চলেছে। এই গাড়িতে তিন সারির সিটিং ব্যবস্থা রয়েছে। এর সাথেই আইসি সমকক্ষের চেয়ে বেশি প্রিমিয়াম হবে বলেও মনে করা হচ্ছে। এই গাড়িতে ডে টাইম রানিং লাইটস এবং ক্রসওভার লুকসহ অল-এলইডি লাইটিং-এর ব্যবস্থা থাকবে। এই গাড়ির সামনের অংশে একটি কালো গ্রিল এবং ক্রোম লোগো থাকবে। অন্যদিকে থাকবে স্পোর্টিং আলো, যেটি গাড়ির লুক একেবারে বদলে দেবে।
আরও পড়ুন: WhatsApp দিয়েই হবে ক্যাব বুক! চ্যাটিং ছাড়াও পাবেন এই ৪টি সুবিধা
এই টাটা সুমো ইভি রেন্ডারে টাটা হেরিয়ার এবং টাটা সাফারির মত উন্নত মানের সুরক্ষা অ্যাডভান্স ড্রাইভার এসিস্ট্যান্ট সিস্টেম, ডাস্ট প্রটেকশন এগুলো দেওয়া থাকবে। এই গাড়িতে এন্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে, একটি সেন্ট্রাল কন্ট্রোল এবং একটি ডিজিটাল ক্লাস্টার ও থাকবে। এই গাড়িতে টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট-এর ব্যবস্থা রয়েছে বলে অনেকে মনে করছেন।
এছাড়া একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এই গাড়িতে দ্বৈত বৈদ্যুতিক মোটর এবং একটি শক্তিশালী ব্যাটারি থাকতে পারে। এটি প্রায় ৪০০-৫০০ কিলোমিটার মাইলেজ দিতে পারে।