Mukesh Ambani

Mukesh Ambani: বিশ্বের যেকোন জায়গায় চিকিৎসার খরচ দেবে Reliance, অনিলের নতুন চালে কুপোকাত মুকেশ

নিউজশর্ট ডেস্কঃ এখনকার দিনে সব মানুষের শরীরে কিছু না কিছু রোগ রয়েছে। আর শরীর তো ঠিক ওই যন্ত্রের মত কাজ করে। যন্ত্র যেমন যেকোনো সময় খারাপ হয়ে যেতে পারে। ঠিক তেমনি মানুষের শরীরও মাঝে মাঝে খারাপ হয়। কখনো শরীর যখন মারাত্মক আকার ধারণ করে তখন প্রয়োজন হয় চিকিৎসার। কঠিন কোন রোগ ধরা পড়লে সেই চিকিৎসা করতে গিয়ে হিমশিম খেয়ে যায় সাধারণ মানুষ। এই চিকিৎসার জন্য প্রচুর টাকা পয়সার খরচ হয়।

আর ক্যান্সার হোক কিংবা কোন বাইপাস সার্জারি বা যেকোনো ধরনের বড় রকমের অপারেশন এইসবের ক্ষেত্রে চিকিৎসার জন্য কত টাকা খরচ হয় তা হিসেব করা মুশকিল। তবে এবারে চিকিৎসার এই খরচের ক্ষেত্রে বিরাট পরিবর্তন আনলো Reliance। এবার রিলায়েন্সে তরফ থেকে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে যার পরিপ্রেক্ষিতে বিদেশেও কোন রোগের চিকিৎসার ক্ষেত্রে ৮.৩ কোটি টাকা পর্যন্ত খরচ দেবে সংস্থা।

অর্থাৎ এর ফলে কোন রোগের চিকিৎসা করানোর জন্য যদি বিদেশে যেতে হয় তাহলে এই বিপুল পরিমাণ টাকা সুযোগ পাওয়া যাবে রিলায়েন্সের মাধ্যমে। রিলায়েন্সের তরফ থেকে এই বিপুল পরিমাণ অর্থ দেশ ও কিংবা বিদেশের বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছেন অনিল আম্বানি(Anil Ambani)। তবে এই টাকা কিন্তু এমনি এমনি পাওয়া যাবে না। এর জন্য গ্রাহককে অনিল আম্বানির রিলায়েন্স জেনারেল ইন্সুরেন্সে নাম নথিভুক্ত করতে হবে। সম্প্রতি এই সংস্থার তরফ থেকে তাদের ইন্সুরেন্স-এর রিলায়েন্স হেল্প গ্লোবাল নীতি আনা হয়েছে।

আরও পড়ুন: Airtel: এয়ারটেল লঞ্চ করেছে নিউ ডিভাইস, মিলবে ১৫০ Mbps ডেটা, পকেটে ভরে যেতে পারবেন এদিক-সেদিক

যেখানে সংস্থার তরফ থেকে নতুন যে নীতি গ্রহণ করা হয়েছে, সেই নীতিতে বলা হয়েছে, এমন সুবিধা ভারতীয়দের পাশাপাশি গোটা বিশ্বের মানুষেরাও পেয়ে যাবেন। আবার ভারতীয়রা বিশ্বের যে কোন জায়গাতে গিয়ে এই হেলথ ইন্সুরেন্সের কভারেজ পাবেন বলেও উল্লেখ হয়েছে বলে জানা গিয়েছে সূত্র অনুযায়ী। তবে শুধুমাত্র চিকিৎসার পাশাপাশি আবার সব ভ্রমণ ও বিদেশে ভিসা সংক্রান্ত সহায়তাও এই ইন্সুরেন্স নীতির মধ্যে অন্তর্ভুক্ত হতে চলেছে বলে জানা গিয়েছে।

শুধু তাই নয়, এর পাশাপাশি এই কভারেজ নিলে গ্রাহকরা ব্যক্তিগত রুম বুক করতে পারবে। এর অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অঙ্গদাতার কাছ থেকে অঙ্গ সংগ্রহের খরচের জন্য বীমা মিলবে অর্থাৎ বোঝাই যাচ্ছে চিকিৎসার ক্ষেত্রে এই বিমা ব্যাপক সুবিধা দিচ্ছে গ্রাহকের। এবার মুকেশ আম্বানির পাশাপাশি অনিল আম্বানিও তার নতুন চাল দিয়ে ভারতের মার্কেটকে আবার নিজের দলে টানতে চাইছেন।

Papiya Paul

X