Kedarnath Temple

Kedarnath Temple: কেদারনাথ নয়, বিশ্বের সবচেয়ে উঁচু শিবমন্দির কোনটি জানেন?

নিউজশর্ট ডেস্কঃ ভারত (India) ধর্মের দেশ, ভারত মন্দিরের (Temple) দেশ। প্রাচীন যুগ থেকেই ভারতে চলে আসছে দেবতাদের প্রতি পূজা অর্চনা করার প্রথা। আর এই দেবতাদের মধ্যে আদিদেবতা হলেন দেবাদিদেব মহাদেব (Lord Shiva)। কথিত আছে দেবাদিদেব বাস করেন উত্তরাখণ্ডে (Uttarakhand)। বলা হয় শিব এখানে বিভিন্ন রূপে বিরাজমান। দেবভূমিতে কেদারনাথ (Kedarnath) থেকে বদ্রীনাথ পর্যন্ত অনেকগুলো বিখ্যাত মন্দির আছে।

প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরাখন্ডে একটি নয়, মোট ৫ টি শিবের মন্দির রয়েছে। সেই কারণেই এর অপর নাম পঞ্চকেদার। যারমধ্যে রয়েছে কেদারনাথ, তুঙ্গনাথ, রুদ্রনাথ, মধ্যমহেশ্বর, এবং কল্পেশ্বর। শিবের জ্যোতির্লিঙ্গের পুজো হয় এখানে। কিন্তু জানেন কি এদের মধ্যে পৃথিবীর সবচেয়ে উঁচু মন্দির কোনটি?

অনেকেই মনে করে থাকেন যে, কেদারনাথ হয়ত পৃথিবীর সবচেয়ে উঁচু মন্দির। তবে বলে রাখি, এর উত্তর হচ্ছে ‘না’। কারণ উত্তরাখন্ডের রুদ্রপ্রয়াগের পাঁচটি মন্দিরের মধ্যে তুঙ্গনাথ(Tungnath) হচ্ছে সবচেয়ে উঁচু। পাঁচ কেদারের সর্বোচ্চ এই তুঙ্গনাথেই রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত শিবমন্দির।

আরও পড়ুন: Bong Guy-Sourav Ganguly: ‘বং গাই’ কিরণ দত্তের মাসে ইনকাম কত? টাকার অঙ্ক শুনে ঘাম ঝড়ছে সৌরভের!

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায়, মন্দাকিনী এবং অলকানন্দার উপত্যকার উপর অবস্থিত তুঙ্গনাথের উচ্চতা প্রায় ১২,০৮০ ফুট। Asi দ্বারা পরিচালিত একটি সমীক্ষা অনুসারে তুঙ্গনাথ মন্দিরটি প্রায় ৪ থেকে ৬ ডিগ্রি বাঁকানো। কথিত আছে এই মন্দিরটি প্রায় ১০০০ বছর পুরোনো এবং মহিষরূপী শিবের হৃদয় ও বাহু পুজো হয় তুঙ্গনাথে।

কথিত আছে, শিবের বর পেতে লঙ্কাধিপতি রাবণ নাকি তুঙ্গনাথে এসে তপস্যা শুরু করেছিলেন। আবার শিবের ভক্ত রাবণ বধের পাপস্খালনে রামচন্দ্রও নাকি তুঙ্গনাথের সর্বোচ্চ শিখর ১৩,১২৩ ফুট উঁচুতে অবস্থিত চন্দ্রশিলায় তপস্যা করেছিলেন বলে প্রচলিত বিশ্বাস। এই চন্দ্রশিলা নাম নিয়েও রয়েছে নানা ধরনের মিথ।

আরও পড়ুন: Murshidabad: ইতিহাস-প্রকৃতির মেলবন্ধন, বড়দিনের ছুটিতে বেড়িয়ে আসুন মুর্শিদাবাদের এই রাজবাড়ী থেকে

বলা হয় রাজা দক্ষ প্রজাপতির সাতাশ জন কন্যা সন্তানের মধ্যে অন্যতম সুন্দরী তনয়া রোহিণীর প্রেমে পড়েন দেবতা চাঁদ। এই কাজকে অপরাধের নজরেই দেখেন রাজা। তার অভিশাপে চাঁদের উপর ক্ষয়রোগ দেখা যায়। সেই অভিশাপ থেকে মুক্তি পেতে এই তুঙ্গনাথ শিখরেই চাঁদ, শিবের তপস্যা করেন। তা থেকেই জায়গার নাম হয় চন্দ্রশিলা। পর্যটকদের বিবরণ থেকে জানা যায়, আজও নাকি পূর্ণিমার আলোতে চাঁদের অপার্থিব কিছু দৃশ্য তৈরি হয়।

Papiya Paul

X