নিউজশর্ট ডেস্কঃ এখন রাজ্যের আবহাওয়ার(Weather) খামখেয়ালিপনা লক্ষ্য করা যাচ্ছে। বিগত কিছুদিন ধরে কখনো গরম কখনো আবার ঠান্ডা এমনই অনুভূত হচ্ছে। কখনো তাপমাত্রার পারদ নামছে কখনো আবার বেড়ে যাচ্ছে। আর আবহাওয়ার এই বারবার বদল দেখে বেজায় চটেছেন রাজ্যের মানুষ। শীতের সময় ভালোভাবে শীত পড়ছে না। ডিসেম্বর মাস জুড়ে সেভাবে শীতের দেখা মেলেনি। আর এবার নতুন বছর শুরু হতে না হতেই অস্বস্তিকর আবহাওয়ার সৃষ্টি হয়েছে।
গতকাল গোটা রাজ্যজুড়ে তাপমাত্রার পারদ অনেকটাই নিচে ছিল। আর তাই বেশ ঠান্ডা অনুভূত হয়েছে রাজ্যের মানুষের। আজকেও সকালে তাপমাত্রা অনেকটাই নিচের দিকে রয়েছে। তবে এবার আলিপুর আবহাওয়া দফতর ঠান্ডা নিয়ে এমন কিছু পূর্বাভাস দিয়েছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এবার একদিকে যেমন ঠান্ডা পড়ছে। ঠিক তেমনি এই ঠান্ডার মধ্যে আবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতায় একাধিক পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা আবার বেড়ে গিয়ে ১৭ থেকে ১৮ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। যদিও পশ্চিমী ঝঞ্ঝা কমে গেলে আবার তাপমাত্রা কমবে এমনটাও জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকে রবিবার বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নতুন করে আবার যাকে শীতের দাপট শুরু হবে ১০ই জানুয়ারি থেকে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজকে কলকাতা শহরে তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে নামলেও ৪৮ ঘণ্টার মধ্যে আবার তাপমাত্রা বেড়ে যাবে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি পাশাপাশি উত্তরবঙ্গে আবার বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং-এ হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং এবং কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে।
কলকাতায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রায় মধ্যে পড়ে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৩ থেকে ৯১%। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এখন সকালবেলা হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।