Recharge Plan

Recharge Plan: ২ মাসের জন্য ফিনিশ রিচার্জের চিন্তা, এবার মাত্র ২৮৮ টাকায় মিলবে ১২০ জিবি ডেটা!

নিউজশর্ট ডেস্কঃ গ্রাহকদের নিত্যনতুন পরিষেবা দিয়ে মন জয় করতে এখন প্রত্যেকটি টেলিকম সংস্থা দুর্দান্ত পরিষেবা নিয়ে আসছে। এই তালিকার শুরুতে জিও(Jio), এয়ারটেল(Airtel) এবং ভোডাফোন-আইডিয়া(Vodafone-Idea) থাকলেও বিএসএনএল কিন্তু কম যায় না। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এবার আরও দুটো দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে BSNL তথা Bharat Sanchar Nigam Limited।

এই প্ল্যানগুলোতে গ্রাহকেরা ভরপুর ইন্টারনেট পরিষেবা পেয়ে যাবেন। তবে এই দুটো নতুন প্ল্যানের সঙ্গে আনলিমিটেড কলিং এবং এসএমএসের কোনো সুবিধা পাওয়া যাবে না। শুধুমাত্র বিপুল পরিমাণে ইন্টারনেটের সুবিধা মিলবে। চলুন তাহলে এই নতুন দুটো প্ল্যানে কি কি সুবিধা রয়েছে জেনে নেওয়া যাক। নতুন দুটো প্ল্যানের একটির মূল্য ৯১ টাকা এবং দ্বিতীয়টির মূল্য ২৮৮ টাকা।

এই প্ল্যানগুলো ডেটা ভাউচার হিসাবেই উপলব্ধ রয়েছে। তবে গোটা ভারতবর্ষ জুড়ে এখনো পর্যন্ত এই প্ল্যান উপলব্ধ নয়। শুধুমাত্র চেন্নাই সার্কেলে এই প্ল্যানটি লঞ্চ করা হয়েছে। তবে মনে করা হচ্ছে ধীরে ধীরে কোম্পানি ভারতের সব জায়গাতেই এই প্ল্যান দুটো লঞ্চ করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক বিস্তারিত।

আরও পড়ুন: BSNL: মাসে খরচ মাত্র ২৩০ টাকা, সবচেয়ে সস্তার ব্রডব্যান্ড প্ল্যান আনলো BSNL

৯১ টাকার প্ল্যানে কি কি সুবিধা রয়েছে?
এই প্ল্যানে ব্যবহারকারীরা ৭ দিনের ভ্যালিডিটির সঙ্গে মোট ৬০০ এমবি ডেটা পাবেন। এক্ষেত্রে গ্রাহকেরা কোন রকমের বেস প্ল্যান ছাড়াই সাত দিনের মধ্যে এই সমস্ত ডাটা ব্যবহার করতে পারবেন। এছাড়া এই প্ল্যানে ব্যবহারকারীরা ৭০০ টি এসএমএসের সুবিধা পাবেন। সেগুলো যেকোনো সময় গ্রাহকেরা ব্যবহার করতে পারেন।

২৮৮ টাকার প্ল্যানে কি কি সুবিধা রয়েছে?
এই ২৮৮ টাকার নতুন প্ল্যানে গ্রাহকেরা ৬০ দিনের বৈধতা পাবেন। এর সাথে এই প্ল্যানের মাধ্যমে প্রত্যেকদিন ২ জিবি করে ইন্টারনেট পাওয়া যাবে অর্থাৎ মোট ১২০ জিবি ডেটা পাওয়া যাবে। প্রতিদিন ২ জিবি ডেটা শেষ হয়ে গেলে ব্যবহারকারীরা ৪০ কেবিপিএস স্পিডে ইন্টারনেটের সুবিধা পাবেন। তবে মনে রাখবেন এই প্ল্যানের  সঙ্গে এসএমএস এবং আনলিমিটেড কলিং-এর কোনো সুবিধা নেই।

Papiya Paul

X