নিউজশর্ট ডেস্ক: বিশ্বের তথা ভারতের (India) অন্যতম ধনী ব্যক্তিত্ব হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। গাড়ি, বাড়ি অর্থ প্রতিপত্তি তো বটেই পাশাপাশি ঔমান সম্মানেরও কমতি নেই আম্বানি পরিবারের। দেশের অন্যতম ধনী ব্যক্তি তিনি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (Reliance Industries Limited) চেয়ারম্যান এবং এমডি মুকেশ আম্বানির চর্চা এখন গোটা বিশ্বে।
বেশিরভাগ মানুষই মুকেশ আম্বানিকে চেনেন রিলায়েন্স জিওর সূত্রে। অনেকেই এটা জানেননা যে, তিনি একজন সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি অনেক ধরণের কাজের সাথে যুক্ত এবং তার স্ত্রী নীতা আম্বানিও (Nita Ambani) অনেক ধরণের কাজ করেন। তাদের ব্যবসার ব্যাপ্তি কেবল রিলায়েন্সেই সীমিত নয়।
আর এখন তো আম্বানির ছেলে এবং মেয়েরাও এই ব্যবসার হাল ধরেছে। তো এহেন আম্বানি পরিবারের হাঁড়ির খবর জানতে সাধারণ মানুষ মুখিয়ে থাকেন। পাশাপাশি খবরে থাকতে ভালোবাসেন আম্বানির পরিবার নিজেও। এমতাবস্থায় মুকেশ আম্বানির কয়টি বিমান, গাড়ি আছে সেটা জানতে চান? রইল সেই তালিকা।
আরও পড়ুন: মাসে ৩০০ টাকা জমিয়ে পেয়ে যাবেন ১ কোটি! এই প্ল্যানে বিনিয়োগ করলেই মিলবে সুযোগ
এটা হয়ত সকলেই জানেন যে মুকেশ আম্বানির কাছে একাধিক গাড়ি রয়েছে যার মূল্য কোটি কোটি টাকা। তবে অনেকেই এটা জানেননা যে আম্বানির কাছে শুধু গাড়িই নয়, রয়েছে বহুমূল্য দুটি হেলিকপ্টারও। আর তিনি এই হেলিকপ্টারে করে হামেশাই বেরিয়ে পড়েন। ছুটি কাটাতে চলে যান পরিবারকে নিয়ে।
আপনি জানলে অবাক হবেন, মুকেশ আম্বানির বিলাসবহুল গাড়ি, হেলিকপ্টার ছাড়াও তিনটি প্রাইভেট জেটও রয়েছে। এবং এগুলির দামের কথা বললে, এই তিনটি জেটের আনুমানিক মূল্য ৮৫০ কোটি টাকা। এগুলি হচ্ছে বোয়িং, এয়ারবাস এ৩১৯, ফ্যাল্কন ৯০০EAX।