নিউজ শর্ট ডেস্ক: কলকাতা (Kolkata) শহরের ব্যস্ততম রেল স্টেশন (Rail Station) গুলির মধ্যে অন্যতম শিয়ালদহ (Sealdah)। এই স্টেশনে প্রতিদিন ওঠা নামা করেন শয়ে-শয়ে রেল যাত্রী। বিশেষ করে অফিস টাইমে লোক গিজগিজ করে এই ব্যস্ত রেল স্টেশনে। প্রচন্ড ভিড়ে পা ফেলার জায়গা পর্যন্ত থাকে না অনেক সময়। এমনই ভিড়ে ঠাসা রেলস্টেশনে এই প্রচন্ড গরমে কার্যত প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় নিত্য যাত্রীদের।
এমনিতেই এবছর কলকাতায় রেকর্ড গরম (Summer Record)। তাপমাত্রার পারদ আগেই ছাড়িয়েছে ৪২ ডিগ্রি। বলা হচ্ছে চলতি বছরে রাজস্থানের জয়সলমের কিংবা চুরুর মতো জায়গাগেও গরমের দিক থেকে ছাপিয়ে গিয়েছে বাংলা।
রেলস্টেশন গুলিতে এমনিতেই ট্রেন ধরার তাড়া থাকে সব যাত্রীদেরই। আর এই প্রচন্ড গরমের মধ্যে ভিড় ট্রেনে প্রাণ হাতে করে ঠাসাঠাসি করে প্রতিনিয়ত ডেলি প্যাসেঞ্জারি করছেন শয়ে শয়ে রেল যাত্রী। কিন্তু এখন এই শিয়ালদা স্টেশনে যাওয়াই নিত্যযাত্রীদের কাছে অন্যতম চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
প্রচন্ড গরমের মধ্যেই শিয়ালদা স্টেশনের পরিষেবায় রীতিমতো তিতিবিরক্ত হয়ে গিয়েছেন নিত্যযাত্রীরা। দিনে দিনে ভোগান্তি উঠছে চরমে। আসলে শিয়ালদা স্টেশনের বিরুদ্ধে নিত্যযাত্রীদের অভিযোগ এই তীব্র গরমে শিয়ালদের স্টেশনে নাকি পর্যাপ্ত ফ্যানের (Not Enough Fan) ব্যবস্থা নেই। যার ফলে ট্রেন ধরার আগেই প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছেন অধিকাংশ নিত্যযাত্রী।
আরও পড়ুন: ঘরে বসেই কাটুন ট্রেনের টিকিট! UTS অ্যাপে বদল এনে যাত্রীদের বড় উপহার রেলের
প্রত্যেক দিনই শিয়ালদা স্টেশনের এই একই ছবি। তাই ফ্যানের অভাবের অভিযোগ নিয়ে প্রতিনিয়ত রীতিমতো ক্ষোভ উগড়ে দিচ্ছেন রেল যাত্রীরা। যদিও এই ফ্যানের অভাবের বিষয়টি অস্বীকার করেনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক কর্তা।
এমনকি পরিস্থিতির চাপে পড়ে শেষ পর্যন্ত ব্যাপারটিকে গুরুত্ব সহকারে দেখার আশ্বাস-ও দিয়েছে রেল কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে এক রেল কর্তা জানিয়েছেন সম্প্রতি এক নম্বর থেকে ৫ নম্বর প্লাটফর্ম সম্প্রসারণের কাজের জন্যই দুটি হাই ভলিউম লো স্পিড ফ্যান খুলে ফেলায় এই সমস্যা আরও বেড়েছে।